শনিবার, ৪ এপ্রিল, ২০১৫

কলাম ঢালাই এর ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয় ও সতকর্তা

কলামগুলো সাধারণত ১০ ফুট
উচ্চতর হয়ে থাকে।

কলাম ঢালাই করতে হবে দুই ধাপে।

প্রথমে ৪.৫০ ফুট তারপর বাকি ৪.৫০ ফুট।
বাকি ১ ফুট স্লাব কাস্টিং তথা স্লাব ঢালাইয়ের সাথে করতে হবে।
প্রতি ১ ব্যাগ সিমেন্টের জন্য ঢালাইয়ের সর্বোচ্চ ২৫ লিটার পানি ব্যবহার করা যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

123123