শনিবার, ৪ এপ্রিল, ২০১৫

কক্ষের প্লাস্টারের কাজের হিসাব

উদাহরণঃ একটা রুমের ভিতরের
দেওয়ালে প্লাস্টারের পরিমাণ নির্ণয় কর?
সমাধানঃ
রুমের আকার = ৫ মি X ৩.৫০ মি
চার দেওয়ালের দৈর্ঘ্য =২(৫+৩.৫০)= ১৭
মিটারভদেওয়ালের উচ্চতা =৩ মিটার
প্লাস্টার কাজের পরিমাণ=১৭ X ৩ =৫১ বর্গমিটার

বাদের হিসাব:
দরজার মাপ =৯০ X ২১০ সেমি, এবং সংখ্যা = ২ টি
জানালার মাপ =১৫০ X ১২০ মি, এবং সংখ্যা = ২ টি
ফাকা অংশের উভয় পাশ প্লাস্টার করা হলে এক পাশের মাপ বাদ দেওয়া হয় এবং জ্যাম্ব, সফিট, সীলের জন্য অপর পাশ ধরা হয়।
এক্ষেত্রে ফাঁকা অংশের মধ্যে স্থাপিত দরজা-
জানালা, দেয়ালের মাঝ বরাবর স্থাপিত হয়
বলে ভিতরের প্লাস্টারের কোন মাপ বাদ দেওয়া হয় না।

নিচে ফাঁকা অংশের পরিমাণ সম্পূর্ণ বাদ দিয়ে হিসাব দেখানো হলো-
ফাঁকা অংশের পরিমাণ= (২ X ০.৯০ X ২.১০ + ২ X ১.৫০ X ১.২০)
=৭.৩৮ বর্গমিটার

প্রকৃত প্লাস্টারের পরিমাণ =(৫১-৭.৩৮) =৪৩.৬২বর্গমিটা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

123123