ড্রইং রুমের গ্রেড বীমের হিসাব দেখানো হলো
(৫X৩)মি:[এখানে, দৈর্ঘ্য ৫ এবং প্রস্থ ৩]
গ্রেড বীমের আকার=(২৫X৩০)সেমি[প্রস্থ 0.২৫ এবং উচ্চতা 0.৩০মিটার]
রুমের যে দৈর্ঘ্য দেওয়া আছে তা সমান কলামদ্বয়ের মধ্যবর্তী দুরুত্ব ।
গ্রেডবীমের দৈর্ঘ্য বের করার নিয়ম:
দৈর্ঘের দিকে গ্রেড বীম আছে ২টা=২x৫=১০ মিটার
প্রস্থের দিকে গ্রেড বীম আছে ২টা =২x৩= ৬ মিটার
অতএব,গ্রেডবীমের মোট দৈর্ঘ্য হচ্ছে=১০+৬=১৬ মিটার
কাজের পরিমাণ= দৈর্ঘ্যxপ্রস্থxউচ্চতা
=১৬x.২৫x.৩০
=১.২ ঘনমিটার।
অতএব, গ্রেড বীমের আর.সি.সি কাজের
পরিমাণ=১.২ ঘনমিটার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন