রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪

আদর্শ ইটের গুণাবলি



১. একটি আদর্শ ইটের সাইজ হলো= ২৫৪
মিমি X ১২৭ মিমি X ৭৬ মিমি
২. প্রতি বর্গমিটার ফ্ল্যাট সলিং-এ ইট
লাগে = ৩১ টি
৩. প্রতি ঘনমিটার
গাঁথুনীতে লাগে = ৪১০ টি
৪. প্রতি ঘনমিটার
খোয়া তৈরিতে লাগে = ৩২০ টি
৫. প্রতি বর্গমিটার হেরিং বোন
বন্ডে লাগে = ৫৬ টি
৬. প্রতি মিটার এন্ড এজিং-এ
লাগে = ১৩ টি

যদি ফুট,
সি.এফ.টি হিসেবে হিসাব
করতে চাই, তাহলে
১. একটি আদর্শ ইটের সাইজ হলো= ৯.৫
ইঞ্চি X ৪.৫ ইঞ্চি X ২.৭৫ ইঞ্চি
২. প্রতি বর্গফুট ফ্ল্যাট সলিং-এ ইট
লাগে = ৩ টি
৩. প্রতি ঘনফুট গাঁথুনীতে লাগে = ১২টি
৪. প্রতি ঘনফুট
খোয়া তৈরিতে লাগে = ৯ টি
৫. প্রতি বর্গফুট হেরিং বোন
বন্ডে লাগে = ৬ টি
৬. প্রতি ফুট এন্ড এজিং-এ লাগে = ৪টি

1 টি মন্তব্য:

123123