হাজির হলাম চট্রগ্রাম এলাকাবাসী জন্য একটি দরকারি মূল্যবান তথ্য নিয়ে। তথ্যটা হল জমিজমার হিসাবের পেচ সহজ করার লক্ষে।
চলুন জেনে নেই চট্রগ্রাম এলাকার জমিজমারর হিসাব।
৫৪.৪৫ বর্গফুট = ১ কাক
৪ কাক = ১ কড়া
১ কড়া = ২১৭.৮০ বর্গফুট
৪ কড়া = ১ গন্ডা
১ গন্ডা = ৮৭১.২৩ বর্গফুট
১ গন্ডা = ২ শতাংশ বা শতক
১ শতাংশ বা শতক = ৪৩৫.৬১৫ বর্গফুট
২০ গন্ডা = ১ কানি( কাচ্চা কানি বা টিবরি কানি) ৪০ শতাংশ বা শতক
৬০ গন্ডা = ১ কানি (সাহি কানি)১২০ শতাংশ বা শতক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন