একটি ৩ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ২১৬০ স্কয়ার বর্গফুট।
একটি ৫ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৩৬০০ স্কয়ার বর্গফুট।
একটি ১০ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৭২০০ স্কয়ার বর্গফুট।
ধরুন, বর্তমানে যারা ফ্ল্যাট কেনেন তাদের ক্ষেত্রে, রাজধানী উন্নয়ন কর্পোরেশন ( রাজুক) কর্তৃক বেধে দেয়া নিয়ম অনুযায়ী মুল ভবনের সামমে, পেছনে এবং দুই পাশে মোট জমির পরিমাণ অনুযায়ী কিছু পরিমাণ জায়গা ছেড়ে দিতে হয়। যেমন:-
১) ৯০০ স্কয়ার বর্গফুটের ফ্ল্যাটে সিড়ি, ফ্ল্যাটের সামানে, দুই সাইডে, পিছনের জায়গা বাদ দিয়ে টিকবে ৬০০ থেকে ৬৫০ স্কয়ার বর্গফুট ।
২) ১২০০ স্কয়ার বর্গফুটের ফ্ল্যাটে সিড়ি, ফ্ল্যাটের সামানে, দুই সাইডে, পিছনের জায়গা বাদ দিয়ে টিকবে ৭৮০ থেকে ৮৫০ স্কয়ার বর্গফুট ।
৩) ১৬০০ স্কয়ার বর্গফুটের ফ্ল্যাটে সিড়ি,ফ্ল্যাটের সামানে, দুই সাইডে, পিছনের জায়গা বাদ দিয়ে টিকবে ১২০০ থেকে ১২৫০ স্কয়ার বর্গফুট।
আর আপনাকে অবশিষ্টাংশ জমির উপর নির্মাণ করতে হবে প্রত্তাশিত ভবন।
বুধবার, ২৮ জানুয়ারী, ২০১৫
ভবন নির্মানে জায়গা ছাড় দেয়ার পরিমান (রাজুক হিসাব অনুযায়ী)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন