শনিবার, ৪ এপ্রিল, ২০১৫

কংক্রিটের সেগ্রিগেশন কি এবং কেন হয়? (cegregation)


সেগ্রিগেশন: খোয়া বা পাথর কুচি থেকে সিমেন্ট - বালির মিশ্রণ পৃথক হওয়াকে সেগ্রিগেশন বলে। মিশ্রণে পানির পরিমাণ কম
হলে খোয়া থেকে সিমেন্ট বালির মিশ্রণ পৃথক
হতে চায়। আবার পানির পরিমাণ বেশি হলে খোয়া ও বালি সিমেন্ট অপেক্ষা ভারী হওয়ায় নিচে থিতিয়ে পড়ে এবং সিমেন্টের গোলা উপড়ে ভেসে ওঠে।

কংক্রিটের সেগ্রিগেশন কেন হয়:
মিশ্রণে প্রয়োজনের তুলনায় পানির পরিমাণ কম হলে খোয়া থেকে সিমেন্ট বালির মিশ্রণ পৃথক হয়। ফলে সেগ্রিগেশন হয়।
মিশ্রণে প্রয়োজনের তুলনায় পানির পরিমাণ বেশি হলে খোয়া ও বালি সিমেন্ট অপেক্ষা ভারী হওয়ায় নিচে থিতিয়ে পড়ে। ফলে সেগ্রিগেশন হয়।
কংক্রিট মিশ্রণ ,স্থাপন এবং দৃঢ়করণ সতকর্তার
সাথে না করলে। বেশি উচ্চতা থেকে কংক্রিট ফেলা হলে সেগ্রিগেশন হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

123123