শনিবার, ৪ এপ্রিল, ২০১৫

এক জন সিভিল ইঞ্জিনিয়ারের দায়িত্ব তথা কাজের পরিধি

সিভিল ইঞ্জিনিয়ারদের অফিস এবং মাঠ উভয়
পর্যায়ে কাজ করতে হয়।
• চুক্তিকারী এবং পরামর্শক ইঞ্জিনিয়ারদেরকে একই সময়ে বিভিন্ন স্থানে কাজ করতে হয়।
• তাদেরকে দুর্যোগ প্রশমন এবং ব্যবস্থাপনার
মত সংকটময় পরিস্থিতির সমাধানও করতে হয়।
• নির্মাণ প্রকৌশলীরা তেল রিগস, বহুতল বিশিষ্ট গাড়ি পার্কিং ব্যবস্থা অথবা বাড়ির নকশা এমন ভাবে তৈরি করেন যাতে নির্মাণ কাঠামোটি যে ভার
বহনের জন্যে তৈরি করা হয়েছে তা নিশ্চিৎ
করা যায়। তারা নতুন নতুন নির্মাণ সামগ্রী ও
কৌশল উদ্ভাবন করে থাকেন যেমন- বিশেষ ধরণের সেতু কাঠামো ও বিশেষ ধরণের
বিল্ডিং কাঠামো ইত্যাদি।
• পানি ব্যবস্থাপনা ইঞ্জিনিয়াররা পানি সরবরাহ, পয়ঃনিস্কাশন ব্যবস্থা এবং দূষণ নিয়ন্ত্রনের উপর বিশেষভাবে পারদর্শী হয়ে থাকেন।
• হাইওয়ে ইঞ্জিনিয়ারগণ সাধারণতঃ রাস্তা ঘাটের পুননির্মাণ,ট্রাফিক লাইট, গলি, পার্কিং স্পেস ইত্যাদির পরিকল্পনা তৈরি করে থাকেন।
• হাইওয়ে ইঞ্জিনিয়ারগন প্রধানত রাস্তা নির্মান এবং ট্রাফিক ব্যবস্থাপনার কাজের সাথে জড়িত। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

123123