আজকে আমি ভুমির বিভিন্ন জরিপ পদ্ধতি নিয়ে আলোচনা করব। ভূমি জরিপ পদ্ধতি সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষই অজ্ঞ। তাই ভূমি জরিপ সম্পর্কে আমাদের জানা অতিব জরুরি।
প্রথমেই জরিপ কি এটা আলোচনা করা যাক:
জরিপ শব্দের অর্থ সমীক্সা বা পর্যবেক্ষণ। কোন এলাকার সকল বা নির্দিষ্ট ভূখন্ড পরিমাপ করে এর অবস্থান আয়তন এবং পরিসীমা নিরুপণ করার কার্যক্রমকে জরিপ বলে।
এখন ভূমি জরিপের উদ্দেশ্য নিয়ে আলোচনা করা যাক:
জরিপ কার্যক্রম সাধারনত জেলাভিত্তিক পরিচালনা করা হয়। জেলার বা সুনির্দিষ্ট কোন এলাকা বা মৌজার প্রত্যেক ভূখন্ড সরেজমিনে পরিমাপ করে নির্দিষ্ট স্কেল অনুসারে এর অবস্থান এাবং আয়তন সম্বলিত একটি মৌজা নকশা প্রণয়ন করে প্রত্যেক বূখন্ডের মালিক, দখলদার, জমির পরিনাণ, খাজনার পরিমাণ, জমির শ্রেণী এবং চৌহদ্দি নির্দেশক রেকর্ড বা খতিয়ান প্রনয়ন করাই জরিপ কার্যক্রমের উদ্দেশ্য।
নতুন মৌজা নকসা প্রণয়ন এবং জমির মালিকানা জমির বিবরন সম্বলিত খতিয়ান প্রণয়ন করা জরিপের অন্যতম কাজ। এ ২টি মিলে স্বত্বলিপি প্রস্তুত করা হয়। কাজেই স্বত্বলিপি তৈরিতে ভূমি জরিপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপুর্ন।
এবার বাংলাদেশে পরিচালিত বিভিন্নসময় বিভিন্ন জরিপ কার্যক্রম নিয়ে আলোচনা করা যাক
♦সিএস জপি
♦এস এ জরিপ
♦আর এস পরিপ
♦জোনাল জরিপ
♦দিয়ারা জরিপ
পরবর্তী আলোচনায় আমরা যে সকল জরিপ উপরে বলা হয়েছে তা নিয়ে বিষদ ভাবে আলোচনার মাধ্যমে আপনাদের ধারনা দেয়ার চেষ্টা করব। সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে
প্রথমেই জরিপ কি এটা আলোচনা করা যাক:
জরিপ শব্দের অর্থ সমীক্সা বা পর্যবেক্ষণ। কোন এলাকার সকল বা নির্দিষ্ট ভূখন্ড পরিমাপ করে এর অবস্থান আয়তন এবং পরিসীমা নিরুপণ করার কার্যক্রমকে জরিপ বলে।
এখন ভূমি জরিপের উদ্দেশ্য নিয়ে আলোচনা করা যাক:
জরিপ কার্যক্রম সাধারনত জেলাভিত্তিক পরিচালনা করা হয়। জেলার বা সুনির্দিষ্ট কোন এলাকা বা মৌজার প্রত্যেক ভূখন্ড সরেজমিনে পরিমাপ করে নির্দিষ্ট স্কেল অনুসারে এর অবস্থান এাবং আয়তন সম্বলিত একটি মৌজা নকশা প্রণয়ন করে প্রত্যেক বূখন্ডের মালিক, দখলদার, জমির পরিনাণ, খাজনার পরিমাণ, জমির শ্রেণী এবং চৌহদ্দি নির্দেশক রেকর্ড বা খতিয়ান প্রনয়ন করাই জরিপ কার্যক্রমের উদ্দেশ্য।
নতুন মৌজা নকসা প্রণয়ন এবং জমির মালিকানা জমির বিবরন সম্বলিত খতিয়ান প্রণয়ন করা জরিপের অন্যতম কাজ। এ ২টি মিলে স্বত্বলিপি প্রস্তুত করা হয়। কাজেই স্বত্বলিপি তৈরিতে ভূমি জরিপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপুর্ন।
এবার বাংলাদেশে পরিচালিত বিভিন্নসময় বিভিন্ন জরিপ কার্যক্রম নিয়ে আলোচনা করা যাক
♦সিএস জপি
♦এস এ জরিপ
♦আর এস পরিপ
♦জোনাল জরিপ
♦দিয়ারা জরিপ
পরবর্তী আলোচনায় আমরা যে সকল জরিপ উপরে বলা হয়েছে তা নিয়ে বিষদ ভাবে আলোচনার মাধ্যমে আপনাদের ধারনা দেয়ার চেষ্টা করব। সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন