সে দিন হয়ত খুব বেশি দূরে নেই, যেদিন আদালতে থাকবে যান্ত্রিক বিচারক, যিনি কখনও ন্যায় বিচার প্রতিষ্ঠাই পিছপা হবেন না, থাকবে যান্ত্রিক আইনজীবী, যিনি সত্যের পথে থাকবেন, থাকবে যান্ত্রিক পুলিশ যিনি কখনও ঘুষ খাবেন না (এখানে হাসির ইমো হইবে)। ভাবছেন ধান ভানতে শিবের গীত? নাকি ভাবছেন ভুল করে সাইন্সফিকশনের পোস্টে ঢুকে পড়েছেন । আপনি যা ইচ্ছা ভাবুন, সত্যি কথা বলতে আমি একটু সাহিত্য করার অপপ্রয়াস চালালাম মাত্র। যাই হোক এখন কাজের
কথায় আসি, একবার ভাবুন তো যদি আপনার সাধের অ্যান্ড্রয়েড ফোন উপরক্ত মহৎ কর্মগুলি (টাইটেলে যেসব টোপ বাক্য গিলে পোস্টে প্রবেশ করেছেন ) সাধন করত তবে কেমন হত ? নিশ্চয় খারাপ না । তো চলুন এগোনো যাক। আজ
আপনাদের যে আপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেব, তার নাম "মোবি সেটেলমেন্ট" (Mobi Settlement)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন