মঙ্গলবার, ৩১ মার্চ, ২০১৫

বাংলাদেশের ভুমি জরিপ ব্যাবস্তাপনা।

বাংলাদেশে প্রায় ৬০% ফৌজদারী মামলা ভূমি সংক্রান্ত ঘটনা বা ঘটনার জের হিসাবে হয়ে থাকে। জমি ক্রয়ের পূর্বে
দেখতে হয় নকশায় আছে কি-না, পরচা
এবং খতিয়ানের মিল রয়েছে কি-না, বিক্রেতার উত্তরাধিকারীত্ব আছে কিনা, জমা-খারিজ করা আছে কি-না এবং দখল স্বত্ত্ব রয়েছে কিনা।
বাংলাদেশের ভূমি ব্যবস্থার নানা দিক নিম্নরুপ-

C.S (Cadestral Survey):
১৮৮৮ সাল হতে ১৯৪০ সাল পর্যন্ত ব্রিটিশ তত্ত্বাবধানে বাংলায় একটি ভূমি
জরিপ হয়, যাকে সি.এস জরিপ বলে।
রামু থানা হতে শুরু হইয়া দিনাজপুরে এই জরিপ শেষ হয়। এটিই ব্রিটিশ ভারতের বাংলায় প্রথম ভূমি জরিপ।

R.S (Revision Survey):
১৯৪০ সাল হতে ১৯৫২ সাল পর্যন্ত সিএস জরিপের সংশোধনী হিসাবে এ জরিপ হয়। যাহাকে আরএস জরিপ বলে। ফরিদপুর, খুলনা ও বাকেরগঞ্জে এই জরিপ চলাকালে শেরে বাংলা এ.কে
ফজলুল হক বাংলা হতে জমিদারী
প্রথা উচ্ছেদ করেন।

S.A (State Auqisition):
জমিদারী প্রথা উচ্ছেদ হওয়ার পর জমিদারদের নিকট থেকে অধিগ্রহণকৃত ভূ-সম্পত্তির হিসাব নির্ণয়ের জন্য যে জরিপ অনুষ্ঠিত হয় সেটাই এস.এ। ১৯৫৬ সাল হতে ১৯৬৩ সাল পর্যন্ত এই জরিপ চলে।

R.S (Revision Survey):
এস.এ অনুষ্ঠানের পর
১৯৬৫ সালে রাজশাহী হতে শুরু হয় ২য়
আর.এস যাহা তৎকালীন পূর্ব
পাকিস্তান ব্যাপি হওয়ার কথা
ছিল। কিন্তু, ঢাকা শহর জরিপে এসে
বিভিন্ন আইনী জটিলতার কারণে এই
প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে।

Z.S (Zonal Survey):
১৯৮৫ তৎকালীন প্রেসিডেন্ট প্রত্যেক বৃহত্তর জেলা সদরে স্থায়ী জরিপ অফিস প্রতিষ্ঠা করিয়া সারা বাংলাদেশে
একযোগে ভূমি জরিপ চালানোর
নির্দেশ দেন। ১০টি জেলায় উহা শুরু
হইলেও অভিযোগ ও আইনী জটিলতার
কারণে আর শেষ হয় নাই।

R.O.R (Record of Rights):
প্রত্যেক ভূমি মালিকানার এক কপি তহশিল অফিসে, এক কপি উপজেলা এসি (ল্যান্ড) অফিসে, এক কপি জেলা
সদরে এডিসি (রাজস্ব) অফিসে, এক
কপি জেলা দেওয়ানী জজ
আদালতে এবং এক কপি ভূমি ও জরিপ
অধিদপ্তর ঢাকা থাকে। এর দুটো অংশ
– খতিয়ান ও পরচা।

খতিয়ান ও পরচা: যখন সরকারের নিকট
থাকে তা খতিয়ান, আর যখন ব্যক্তির
নিকট থাকে তাহা পরচা।
দাখিলা: ভূমির খাজনা পরিশোধ পত্রকে দাখিলা বলে।
D.C.R (Duplicate carbon receipt): উন্নয়ন কর
বহির্ভূত সরকারী আয়ের জন্য দেয়া
রশিদ যাহা দাখিলা নয় তাই
ডি.সি.আর। যেমন – জলাশয়, বাজার,
জলমহাল ইত্যাদি।

Mutation বা জমা খারিজ:
জমিন সংক্রান্ত রেকর্ডপত্র সাম্প্রতিক
মালিকের নামে হালনাগাদ হওয়াই
Mutation বা জমা খারিজ।

সোমবার, ৩০ মার্চ, ২০১৫

অটোক্যাড পর্ব ২: Interface পরিচিতি

অটোক্যাড এর পুর্ণাঙ্গ টিঊটোরিয়াল এর এই পর্বে আমরা জানবো অটোক্যাডের ইন্টারফেস পরিচিতি।।

টিঊটোরিয়াল এর ভিডিওটি দেখুন

অটোক্যাড পর্ব ১: অটোক্যাড কি? কেনো? এর পূরকরূপ

অটোক্যাড এর শুরুতেই আমরা জানবো অটোক্যাড কি?
অটোক্যাড হচ্ছে অটোডেক্স নামক কোম্পানির তৈরী একটি ইঞ্জিনিয়ারিং ড্রাইংয়ের এককি শক্তিশালী সফটওয়্যার।
AutoCAD  পূর্নরুপঃ
Auto= Automatic
C= Computer
A= Aided
D= Design
AutoCAD= Automatic Computer Aided Design

আরো জানতে ভিডিওটি দেখুন

কন্সট্রাকশনের প্র্যক্টিক্যাল কাজের ভিভিও

আমরা থিওরি নিয়ে খুবি ব্যাস্ত, থিওরিটাকে যতটা গুরুত্ব দেই, প্র্যক্টিক্যালকে তার বিপরীত। স্পেশালি কন্সট্রাকশন ও সিভিলের ছাত্ররা কন্সট্রাকশনের প্র্যক্টিক্যাল খুবি কম দেখার সুযোগ পাই।

তাই, আপনাদের জন্য কন্সট্রাকশনের প্র্যক্টিক্যাল ভিডিও নিয়ে হাজির হলাম।
ভিডিও লেসন গুলোতে প্রথমতো যা যা পাবেনঃ
১। ডিপ ফাইন্ডেশন
২। শেল ফাউন্ডেশন
৩। ফুটিং, কালাম
৪। স্টিরাপ বা রিং বা টাই এর ডিজাইন
৫। কিউরিং এর পদ্ধতি।
৬। স্লাব, রোপ ডালাই বা কাস্টিং
৭। সাটারিং এর প্রয়জনীয়তা & উত্তম পদ্ধতি
৮। পাইলিং
৯। প্রিকাস্ট পাইল
১০।কাস্ট ইন সিটু পাইল
১১। বোর হোল ইনভেস্টিগেশন
১২। সয়েল টেস্ট
১৩। সয়েল টেস্ট রিপোর্ট
১৪। সাইট মেপ
১৫। গ্রেড বিম, স্লাব বিম
১৬। ফর্মওয়ার্ক
১৭। বিশেষজ্ঞদের পরামর্শমূলক ভিডিও ডুকমেন্টারি সহ আরো দরকারি ভিভিও।
সাথে থাকুন আমাদের।।। 

Autocad (অটোক্যাড)

সিভিল, আর্কিটেকচার, কন্সট্রাকশন, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল এর শিক্ষার্থীদের জন্য অতিব প্রয়জনিয় ড্রাফটিং সফটওয়্যার হচ্ছে অটোক্যাড। বিশ্বে রয়েছে বেশ কিছু ড্রাফটিং সফটওয়্যার, তার মধ্যে অটোক্যাড খুবই শক্তিশালী এবং সহজবোধ্য।

 বাংলাদেশে বেশির ভাগ ক্যাড ব্যবহারকারী অটোক্যাডের ২০০৭ ভার্শনটি ব্যবহার করে। কিন্তু বর্তমানে চাকুরির বিজ্ঞপ্তিতে লেটেস্ট ভার্শনই রিকয়ার করা হয়। ২০০৭ ভার্সনটি আর চাকুরি পাওয়ার ক্ষেত্রে বিন্দু মাত্র সহায়ক নয়।
তাই আমরা আপনাদের জন্য অটোক্যাডের ২০১২ ভার্শনটির পুরনাঙ্গ ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসছি।


এখানে খুবি সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে, যাতে যাদের অটোক্যাড প্রসজ্ঞে বিন্দু মাত্র ধারনা নাই তারাও খুব সহজে বুঝতে পারে। উল্লেখ্য যে, এই ভিডিও টিউটোরিয়ালে বিস্তারিত ভাবে পুর্ণাঙ্গ কোর্সভিত্তিক স্টেপ বাই স্টেপ উপস্থাপিত হয়েছে। যেখানে পাবেন ইন্টারফেস, কমান্ড এর ব্যবহারের ভিডিও টিউটোরিয়ালের পাশাপাশি, একাধিক টুডি এবং থ্রিডি প্রজেক্টের ভিডিও টিউটোরিয়াল।

সেই সাথে ড্রইং এর dwg ফাইল। যাতে আপনারা আরো সহজে প্যাক্টিস করতে পারেন।
আশা করি আপনারা টিউটোরিয়াল গুলো থেকে যথেষ্ট উপকৃত হবেন।।
টিঊটোরিয়াল গুলো পেতে সাথে থাকুন আমাদের।

ভূমির নামজারি কি?

আজকে আমি জমি ক্রয়ের পর যে সমস্ত কাজ করতে হয় তার মধ্যে হতে ‘’নামজারি বা মিউটেশন’’ সম্পর্কে আলোচনা করব। ‘’নামজারি বা মিউটেশন’’ একটি গুরুত্বপূর্ন বিষয় যা জমি ক্রয়ের পর বা মালিকানা পরিবর্তন এর পর ক্রেতাকে করতে হয়।

প্রথমেই কি কি কারনে ‘’নামজারি বা মিউটেশন’’ করতে হয়

নামজারি অর্থ মালিকানার পরিবর্তন। এক বা একাধিক দাগের সম্পুর্ন বা আংশিক ভুমি নিয়ে এক বা একাধিক ব্যক্তির নামে সরকার বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক যে ভূমিস্বত্ব প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে। বিক্রয় , দান , বিনিময় ইত্যাদির মাধ্যমে এবুপ খতিয়ানভুক্ত জমি হস্তানন্তর করা হলে উক্ত খতিয়ান হতে হস্তান্তরিত ভূমির পরিসাণ ঐ খতিয়ান হতে বাদ দিয়ে হস্তান্তরগ্রহীতার বা যে ব্যাক্তি জমি ক্রয় করেছেন বা ক্রেতা নামে খতিয়ান খুলে তাতে অন্তর্ভুক্ত করা হয়। একে ‘’নামজারি বা মিউটেশন’’ বলে।

হস্তান্তরিত ভূমির প্রকৃত প্রজা কে এবং যার নিকট হতে খাজনা আদায় করা হবে তার জন্য স্বত্বলিপি বা খতিয়ান প্রস্তুত করা হয়। কাজেই নামজারি বা করলে সরকারি রেকর্ডে পুর্বের স্বত্বাধিকারীর নামই থেকে যাবে হস্তান্তরগ্রহীতার নাম অজ্ঞাত থেকে যাবে। তাই অন্তবর্তীকালিন রেকর্ড পরিবর্তন, সংশোধন এবং হালনাগাদকরণের প্রক্রিয়াকে নামজারি বলা হয়।


ভূমি জরিপের পদ্ধতি সমূহ

আজকে আমি ভুমির বিভিন্ন জরিপ পদ্ধতি নিয়ে আলোচনা করব। ভূমি জরিপ পদ্ধতি সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষই অজ্ঞ। তাই ভূমি জরিপ সম্পর্কে আমাদের জানা অতিব জরুরি।

প্রথমেই জরিপ কি এটা আলোচনা করা যাক:

জরিপ শব্দের অর্থ সমীক্সা বা পর্যবেক্ষণ। কোন এলাকার সকল বা নির্দিষ্ট ভূখন্ড পরিমাপ করে এর অবস্থান আয়তন এবং পরিসীমা নিরুপণ করার কার্যক্রমকে জরিপ বলে।

এখন ভূমি জরিপের উদ্দেশ্য নিয়ে আলোচনা করা যাক:

জরিপ কার্যক্রম সাধারনত জেলাভিত্তিক পরিচালনা করা হয়। জেলার বা সুনির্দিষ্ট কোন এলাকা বা মৌজার প্রত্যেক ভূখন্ড সরেজমিনে পরিমাপ করে নির্দিষ্ট স্কেল অনুসারে এর অবস্থান এাবং আয়তন সম্বলিত একটি মৌজা নকশা প্রণয়ন করে প্রত্যেক বূখন্ডের মালিক, দখলদার, জমির পরিনাণ, খাজনার পরিমাণ, জমির শ্রেণী এবং চৌহদ্দি নির্দেশক রেকর্ড বা খতিয়ান প্রনয়ন করাই জরিপ কার্যক্রমের উদ্দেশ্য।

নতুন মৌজা নকসা প্রণয়ন এবং জমির মালিকানা জমির বিবরন সম্বলিত খতিয়ান প্রণয়ন করা জরিপের অন্যতম কাজ। এ ২টি মিলে স্বত্বলিপি প্রস্তুত করা হয়। কাজেই স্বত্বলিপি তৈরিতে ভূমি জরিপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপুর্ন।

এবার বাংলাদেশে পরিচালিত বিভিন্নসময় বিভিন্ন জরিপ কার্যক্রম নিয়ে আলোচনা করা যাক

♦সিএস জপি
♦এস এ জরিপ
♦আর এস পরিপ
♦জোনাল জরিপ
♦দিয়ারা জরিপ

পরবর্তী আলোচনায় আমরা যে সকল জরিপ উপরে বলা হয়েছে তা নিয়ে বিষদ ভাবে আলোচনার মাধ্যমে আপনাদের ধারনা দেয়ার চেষ্টা করব। সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে

এখন আপনার অ্যান্ড্রয়েড ফোন করবে সম্পত্তির বন্টন(ফারায়েজ), প্লট পরিমাপ , এস্টিমেটিং, ভুমির একক রুপান্তর, ইত্যাদি তাও আবার মাত্ভাষা বাংলায় (সম্পূর্ণ ফ্রিতে)


সে দিন হয়ত খুব বেশি দূরে নেই, যেদিন আদালতে থাকবে যান্ত্রিক বিচারক, যিনি কখনও ন্যায় বিচার প্রতিষ্ঠাই পিছপা হবেন না, থাকবে যান্ত্রিক আইনজীবী, যিনি সত্যের পথে থাকবেন, থাকবে যান্ত্রিক পুলিশ যিনি কখনও ঘুষ খাবেন না (এখানে হাসির ইমো হইবে)। ভাবছেন ধান ভানতে শিবের গীত? নাকি ভাবছেন ভুল করে সাইন্সফিকশনের পোস্টে ঢুকে পড়েছেন । আপনি যা ইচ্ছা ভাবুন, সত্যি কথা বলতে আমি একটু সাহিত্য করার অপপ্রয়াস চালালাম মাত্র। যাই হোক এখন কাজের

কথায় আসি, একবার ভাবুন তো যদি আপনার সাধের অ্যান্ড্রয়েড ফোন উপরক্ত মহৎ কর্মগুলি (টাইটেলে যেসব টোপ বাক্য গিলে পোস্টে প্রবেশ করেছেন ) সাধন করত তবে কেমন হত ? নিশ্চয় খারাপ না । তো চলুন এগোনো যাক। আজ

আপনাদের যে আপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেব, তার নাম "মোবি সেটেলমেন্ট" (Mobi Settlement) 

রবিবার, ২৯ মার্চ, ২০১৫

Home


bd civil work ব্লগে খুব তারাতারিই আসছে প্রজেক্ট ড্রইং

 খুব তারাতারিই পাবেন, বেশকিছু  প্রজেক্টের পুর্ণাঙ্গ ড্রইং।
থাকবেঃ
রেসিডেন্সিয়াল বিল্ডিং 
কমার্শিয়াল বিল্ডিং
সরকারি বিল্ডিং 
 ইত্যাদির ফ্লোরপ্লান , ইলেভেশন, সেকশনাল, প্লানসহ বিস্তারিত ড্রইং সমূহ।।।।

আমাদের সাথেই থাকুন 

About us

About us

Estimatng

Estimating 

Survey

Survey 

Videos

video

শনিবার, ২৮ মার্চ, ২০১৫

AutoCad

Autocad is a software a design 2D & 3D

Basic Construction Info (Part 2)

CONCRETE GRADE:
M5 = 1:4:8
M10= 1:3:6
M15= 1:2:4
M20= 1:1.5:3
M25= 1:1:2
CLEAR COVER TO MAIN REINFORCEMENT:
1.FOOTINGS : 50 mm
2.RAFT FOUNDATION.TOP : 50 mm
3.RAFT FOUNDATION.BOTTOM/SIDES : 75 mm
4.STRAP BEAM : 50 mm
5.GRADE SLAB : 20 mm
6.COLUMN : 40 mm
7.SHEAR WALL : 25 mm
8.BEAMS : 25 mm
9.SLABS : 15 mm
10.FLAT SLAB : 20 mm
11.STAIRCASE : 15 mm
12.RET. WALL : 20/ 25 mm on earth
13.WATER RETAINING STRUCTURES : 20/30 mm
WEIGHT OF ROD PER METER LENGTH:
DIA WEIGHT PER METER
6mm = 0.222Kg
8mm = 0.395 Kg
10mm = 0.616 Kg
12mm = 0.888 Kg
16mm = 1.578 Kg
20mm = 2.466 Kg
25mm = 3.853 Kg
32mm = 6.313 Kg
40mm = 9.865 Kg
1bag cement-50kg
1feet-0.3048m
1m-3.28ft
1sq.m-10.76sq.f ¬t
1cu.m-35.28cu.f ¬t
1acre-43560sq.f ¬t
1cent-435.6sq.f ¬t
1hectare-2.47ac ¬re
1acre-100cent-4 ¬046.724sq.m
1ground-2400sq. ¬ft
1unit-100cu.ft- ¬2.83cu.m 1square-100sq.f ¬t
#1 M LENGTH STEEL ROD I ITS VOLUME
V=(Pi/4)*Dia x DiaX L=(3.14/4)x D x D X 1 (for1m length) Density of Steel=7850 kg/ cub
#meter Weight = Volume x Density=(3.14/4)x D
x D X 1x7850 (if D is in mm ) So = ((3.14/4)x
D x D X 1x7850)/(1000x1000) = Dodd/162.27
DESIGN MIX:
M10 ( 1 : 3.92 : 5.62)
Cement : 210 Kg/ M 3
20 mm Jelly : 708 Kg/ M 3
12.5 mm Jelly : 472 Kg/ M 3
River sand : 823 Kg/ M 3
Total water : 185 Kg/ M 3
Fresh concrete density: 2398 Kg/M 3
M20 ( 1 : 2.48 : 3.55)
Cement : 320 Kg/ M 3
20 mm Jelly : 683 Kg/ M 3
12.5 mm Jelly : 455 Kg/ M 3
River sand : 794 Kg/ M 3
Total water : 176 Kg/ M 3
Admixture : 0.7%
Fresh concrete density: 2430 Kg/ M 3
M25 ( 1 : 2.28 : 3.27)
Cement : 340 Kg/ M 3
20 mm Jelly : 667 Kg/ M 3
12.5 mm Jelly : 445 Kg/ M 3
River sand : 775 Kg/ M 3
Total water : 185 Kg/ M 3
Admixture : 0.6%
Fresh concrete density: 2414 Kg/ M 3
Note: sand 775 + 2% moisture, Water185 -20.5
= 164 Liters,
Admixture = 0.5% is 100ml
M30 ( 1 : 2 : 2.87)
Cement : 380 Kg/ M 3
20 mm Jelly : 654 Kg/ M 3
12.5 mm Jelly : 436 Kg/ M 3
River sand : 760 Kg/ M 3
Total water : 187 Kg/ M 3
Admixture : 0.7%
Fresh concrete density: 2420 Kg/ M 3
Note: Sand = 760 Kg with 2% moisture
(170.80+15.20)
M35 ( 1 : 1.79 : 2.57)
Cement : 410 Kg/ M 3

Construction

কফহহফফফ

123123