বুধবার, ২৮ জানুয়ারী, ২০১৫

পাইল কেপ কি? কেন & কিভাবে সেটেলমেন্ট করতে হয় (প্রেক্টিকেল ভিডিও সহ)

ডিপ ফাউন্ডেশন এর উল্লেখ্য অধায় পাইলিনং।  পাইল এর উপর আরোপ করা কলামের লোড সুষম ভাবে পাইলের ছড়িয়ে দেয়ার জন্যই পাইল কেপ এর ব্যবহার।
এখন কিভাবে পাইল কেপ, সেটেলমেন্ট করতে হয় বিস্তারিত ভিডিও তে দেখুন।

এরকম আরো প্রেক্টিকেল ভিডিও পেতে একটিভ থাকুন আমাদের ফেসবুক ফেন পেজ

Facebook Page

লেসন ১.০২
পাইল কেপ  (Pile Cap)

ভিডিও টি ডাউনলোড  করতে এখানে ক্লিক করুন

ডিপ ফাউন্ডেশন কি? কেন? ডিপ ফাউন্ডেশন হিসেবে পাইল এর গুরুত্ব (ভিডিও সহ) প্রেক্টিকেল

ডিপ ফাউন্ডেশন হিসেবে পাইলিং এর গুরুত্ব অপরিসীম।
দুধরনের পাইলই বেশি জনপ্রিয়
১) কাস্ত ইন সিটু পাইল
২) প্রিকাস্ট পাইল

বিস্তারিত ভিভিও তে

সিভিলের আরো বিষয়ের ভিডিও পেতে আমাদের ফেসবুক ফেন পেজে লাইক দিয়ে একটিভ থাকুন।

Facebook Page

ভিডিও লেসন ১.০১

ভিডিও টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

কাঠা অনুযায়ী জমিজমার হিসাব

নগর জীবনে একখন্ড জমি কার না চাওয়ায় থাকে।
চাওয়া পাওয়ায় পরিনত হোক আর না হোক।
জানা তো থাকতে হবে, নগর জীবনেরর জমি জমার হিসাব নিকাশ। চলুন জানা যাক জমিজমার কাঠার হিসাব।

৪৫ বর্গফুট = ১ ছটাক
১৬ ছটাক = ১ কাঠা
১ কাঠা = ৭১৮.৭৪ বর্গফুট
১ কাঠা  = ১.৬৫ শতাংশ বা শতক
২০ কাঠা = ১ বিঘা
১ বিঘা =  ৩৩.৩৩৩ শতাংশ বা শতক
১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট
৩ বিঘা = ১  একর
১ একর = ১০০ শতাংশ বা শতক

ভবন নির্মানে জায়গা ছাড় দেয়ার পরিমান (রাজুক হিসাব অনুযায়ী)


একটি ৩ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ২১৬০ স্কয়ার বর্গফুট।
একটি ৫ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৩৬০০ স্কয়ার বর্গফুট।
একটি ১০ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৭২০০ স্কয়ার বর্গফুট।
ধরুন, বর্তমানে যারা ফ্ল্যাট কেনেন তাদের ক্ষেত্রে, রাজধানী উন্নয়ন কর্পোরেশন ( রাজুক) কর্তৃক বেধে দেয়া নিয়ম অনুযায়ী  মুল ভবনের সামমে, পেছনে এবং দুই পাশে  মোট জমির পরিমাণ অনুযায়ী   কিছু পরিমাণ জায়গা ছেড়ে দিতে হয়। যেমন:-
১)  ৯০০ স্কয়ার বর্গফুটের ফ্ল্যাটে সিড়ি, ফ্ল্যাটের সামানে, দুই সাইডে, পিছনের জায়গা বাদ দিয়ে টিকবে ৬০০ থেকে ৬৫০ স্কয়ার বর্গফুট ।
২) ১২০০ স্কয়ার বর্গফুটের ফ্ল্যাটে সিড়ি, ফ্ল্যাটের সামানে, দুই সাইডে, পিছনের জায়গা বাদ দিয়ে টিকবে ৭৮০ থেকে ৮৫০ স্কয়ার বর্গফুট ।
৩) ১৬০০ স্কয়ার বর্গফুটের ফ্ল্যাটে সিড়ি,ফ্ল্যাটের সামানে, দুই সাইডে, পিছনের জায়গা বাদ দিয়ে টিকবে ১২০০ থেকে ১২৫০ স্কয়ার বর্গফুট।
আর আপনাকে অবশিষ্টাংশ জমির উপর নির্মাণ করতে হবে প্রত্তাশিত ভবন।

চট্টগ্রামের জমিজমার হিসাব

হাজির হলাম চট্রগ্রাম এলাকাবাসী জন্য একটি  দরকারি মূল্যবান তথ্য নিয়ে। তথ্যটা হল জমিজমার হিসাবের পেচ সহজ করার লক্ষে।
চলুন জেনে নেই চট্রগ্রাম এলাকার জমিজমারর হিসাব।

৫৪.৪৫ বর্গফুট = ১ কাক
৪ কাক = ১ কড়া
১ কড়া = ২১৭.৮০ বর্গফুট
৪ কড়া = ১ গন্ডা
১ গন্ডা = ৮৭১.২৩ বর্গফুট
১ গন্ডা = ২ শতাংশ বা শতক
১ শতাংশ বা শতক = ৪৩৫.৬১৫ বর্গফুট
২০ গন্ডা = ১ কানি( কাচ্চা কানি বা টিবরি কানি) ৪০ শতাংশ বা শতক
৬০ গন্ডা = ১ কানি (সাহি কানি)১২০ শতাংশ বা শতক

রবিবার, ১৮ জানুয়ারী, ২০১৫

জমি জমার পরিমাপ


এখানে আমি একটি পরিমাপকে বিভিন্ন
ভাবে তুলে ধরেছি কারন প্রত্যেকে যেন যার যার
সুবিধা মতে সহজে বুঝতে পারেন
১ অযুতাংশ = ৪ বর্গফুট ৫২.৩৬ বর্গ ইঞ্চি।
১ ছটাক = ৪৫ বর্গফুট।
১ শতাংশ =৪৩৫ বর্গফুট ৬৫.৪৫ বর্গ ইঞ্চি।
১ শতাংশ = ১০০ অযুতাংশ।
৫ শতাংশ = ৩ কাঠা। = ১৩০৬.৮ বর্গফুট ।
১০ শতাংশ = ৬ কাঠা। = ৪৩৫৬ বর্গফুট।
১ কাঠা = ৭২০ বর্গফুট।
১ কাঠা = ৮০ বর্গগজ।
১ কাঠা = ১.৬৫ শতাংশ।
১ কাঠা = ১৬ ছটাক।
২০ কাঠা = ১ বিঘা।
৬০.৫ কাঠা = ১ একর।
১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট।
১ বিঘা = ১৬০০ বর্গগজ।
১ বিঘা = ২০ কাঠা ।
১ বিঘা = ৩৩ শতাংশ।
১ একর = ১০০ শতাংশ।
১ একর = ৩ বিঘা ৮ ছটাক।
১ একর = ৬০.৫ কাঠা।

চট্টগ্রামের পাঠকের জন্য নিন্মের হিসাবটা একটু বেশী কাজে লাগবে।
১ গন্ডা = ৮৭১ বর্গফুট।
১ গন্ডা = ২ শতাংশ।
১ গন্ডা = ১.২১ কাঠা।
২০ গন্ডা = ১ কানি ।
১ কানি = ১৬,৯৯০ বর্গফুট।
১ কানি = ৩৯ শতাংশ।
১ কানি = ২৩.৫ কাঠা।
১ কানি = ২০ গন্ডা।

একটি ৩ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়=২১৬০ স্কয়ার বর্গফুট।
একটি ৫ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়=৩৬০০ স্কয়ার বর্গফুট।
একটি ১০ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৭২০০ স্কয়ার বর্গফুট।

ধরুন বর্তমানে যারা ফ্ল্যাট কেনেন তাদের ক্ষেত্রে, যেমন:-
১. ৯০০ স্কয়ার বর্গফুটের ফ্ল্যাটে সিড়ি, ফ্ল্যাটের
সামানে, সাইডে, পিছনের জায়গা বাদ দিয়ে টিকবে ৬০০ থেকে ৬৫০ স্কয়ার বর্গফুট ।
২. ১২০০ স্কয়ার বর্গফুটের ফ্ল্যাটে সিড়ি, ফ্ল্যাটের
সামানে, সাইডে, পিছনের জায়গা বাদ দিয়ে টিকবে ৭৮০ থেকে ৮৫০ স্কয়ার বর্গফুট ।
৩. ১৬০০ স্কয়ার বর্গফুটের ফ্ল্যাটে সিড়ি,ফ্ল্যাটের সামানে, সাইডে, পিছনের জায়গা বাদ দিয়ে টিকবে ১২০০ থেকে ১২৫০ স্কয়ার বর্গফুট।

শুক্রবার, ৯ জানুয়ারী, ২০১৫

Basic Construction Info (part 1)

CONCRETE GRADE:
M5 = 1:4:8
M10= 1:3:6
M15= 1:2:4
M20= 1:1.5:3
M25= 1:1:2
CLEAR COVER TO MAIN REINFORCEMENT:
1.FOOTINGS : 50 mm
2.RAFT FOUNDATION.TOP : 50 mm
3.RAFT FOUNDATION.BOTTOM/SIDES : 75 mm
4.STRAP BEAM : 50 mm
5.GRADE SLAB : 20 mm
6.COLUMN : 40 mm
7.SHEAR WALL : 25 mm
8.BEAMS : 25 mm
9.SLABS : 15 mm
10.FLAT SLAB : 20 mm
11.STAIRCASE : 15 mm
12.RET. WALL : 20/ 25 mm on earth
13.WATER RETAINING STRUCTURES : 20/30 mm
WEIGHT OF ROD PER METER LENGTH:
DIA WEIGHT PER METER
6mm = 0.222Kg
8mm = 0.395 Kg
10mm = 0.616 Kg
12mm = 0.888 Kg
16mm = 1.578 Kg
20mm = 2.466 Kg
25mm = 3.853 Kg
32mm = 6.313 Kg
40mm = 9.865 Kg
1bag cement-50kg
1feet-0.3048m
1m-3.28ft
1sq.m-10.76sq.f ¬t
1cu.m-35.28cu.f ¬t
1acre-43560sq.f ¬t
1cent-435.6sq.f ¬t
1hectare-2.47ac ¬re
1acre-100cent-4 ¬046.724sq.m
1ground-2400sq. ¬ft
1unit-100cu.ft- ¬2.83cu.m 1square-100sq.f ¬t
#1 M LENGTH STEEL ROD I ITS VOLUME
V=(Pi/4)*Dia x DiaX L=(3.14/4)x D x D X 1 (for1m length) Density of Steel=7850 kg/ cub
#meter Weight = Volume x Density=(3.14/4)x D
x D X 1x7850 (if D is in mm ) So = ((3.14/4)x
D x D X 1x7850)/(1000x1000) = Dodd/162.27
DESIGN MIX:
M10 ( 1 : 3.92 : 5.62)
Cement : 210 Kg/ M 3
20 mm Jelly : 708 Kg/ M 3
12.5 mm Jelly : 472 Kg/ M 3
River sand : 823 Kg/ M 3
Total water : 185 Kg/ M 3
Fresh concrete density: 2398 Kg/M 3
M20 ( 1 : 2.48 : 3.55)
Cement : 320 Kg/ M 3
20 mm Jelly : 683 Kg/ M 3
12.5 mm Jelly : 455 Kg/ M 3
River sand : 794 Kg/ M 3
Total water : 176 Kg/ M 3
Admixture : 0.7%
Fresh concrete density: 2430 Kg/ M 3
M25 ( 1 : 2.28 : 3.27)
Cement : 340 Kg/ M 3
20 mm Jelly : 667 Kg/ M 3
12.5 mm Jelly : 445 Kg/ M 3
River sand : 775 Kg/ M 3
Total water : 185 Kg/ M 3
Admixture : 0.6%
Fresh concrete density: 2414 Kg/ M 3
Note: sand 775 + 2% moisture, Water185 -20.5
= 164 Liters,
Admixture = 0.5% is 100ml
M30 ( 1 : 2 : 2.87)
Cement : 380 Kg/ M 3
20 mm Jelly : 654 Kg/ M 3
12.5 mm Jelly : 436 Kg/ M 3
River sand : 760 Kg/ M 3
Total water : 187 Kg/ M 3
Admixture : 0.7%
Fresh concrete density: 2420 Kg/ M 3
Note: Sand = 760 Kg with 2% moisture
(170.80+15.20)
M35 ( 1 : 1.79 : 2.57)
Cement : 410 Kg/ M 3
20 mm Jelly : 632 Kg/ M 3
12.5 mm Jelly : 421 Kg/ M 3
River sand : 735 Kg/ M 3
Total water : 200 Kg/ M 3
Admixture : 0.7%
Fresh concrete density: 2400 Kg/ M 3
Note: sand = 735 + 2%, Water = 200- 14.7 =
185.30,
Admixture = 0.7%
M40 ( 1 : 1.67 : 2.39)
Cement : 430 Kg/ M 3
20 mm Jelly : 618 Kg/ M 3
12.5 mm Jelly : 412 Kg/ M 3
River sand : 718 Kg/ M 3
Water Cement ratio : 0.43
Admixture : 0.7%
Note: Sand = 718 + Bulk age 1%
M45 ( 1 : 1.58 : 2.26)
Cement : 450 Kg/ M 3
20 mm Jelly : 626 Kg/ M 3
12.5 mm Jelly : 417 Kg/ M 3
River sand : 727 Kg/ M 3 + Bulk age 1%
Water Cement ratio : 0.43
Admixture : 0.7%
M50 ( 1 : 1.44 : 2.23)
Cement : 450 Kg/ M 3
20 mm Jelly : 590 Kg/ M 3
12.5 mm Jelly : 483 Kg/ M 3
River sand : 689 Kg/ M 3 + Bulk age 12%
Water Cement ratio : 0.36 (188 Kg)
Admixture : 1.20%3
Micro silica : 30 Kg
Super flow 6.7% of cement
1 cubic meter contains 500 bricks
The Standard size of the 1st class brick is
190mm x 90mm x
90mm and motor joint should be 10mm thick
So brick with motor=200 x 100 x 100.
Volume of 1st class brick = 0.19 x 0.09 X 0.09
= 0.001539
cu.m
Volume of 1st class brick with motor =0.2 x
0.1 x 0.1=0.002
cu.m
No. on bricks per 1cu.m= 1/volume of1st class
brick with
motor
=1/0.002
= 500 no’s of bricks
STANDARD CONVERSION FACTORS:
INCH = 25.4 MILLIMETRE
FOOT = 0.3048 METRE
YARD = 0.9144 METRE
MILE = 1.6093 KILOMETER
ACRE = 0.4047 HECTARE
POUND = 0.4536 KILOGRAM
DEGREE FARENHEIT X 5/9 – 32 = DEGREE
CELSIUS
MILLIMETRE= 0.0394 INCH
METRE = 3.2808FOOT
METRE = 1.0936YARD
A rope having length 100cm.You can form any
shape using this rope (Example: Triangle,
Rectangle, etc.,). Which shape will covers
maximum area
1 Newton = o.101971 kg
1 mm2 = 0.01 cm2
1 cm2 = 100 mm2
1 mm2 = 20 N
100 mm2 = 2000N
1 cm2 = 2000N
2000 N = 203.942 kg
So 20 N/ mm2 = 203.942 kg / cm2
RATIO IS 1:1.5:3
then volume is 1+1.5+3=5.5 and the total
volume for using mix=1.57 m3 then cement
required=1/5.5*1.57=0.285m3*1440=411 kg.
(8+bag) sandrequried=1.5/5.5*1.57=0.471m3
aggregaterequired=3/5.5*1.57=0.853m3
the standard volume of dry mix mortar=1.57..
U can check it in IS code also. Then volume is
1+1.5+3=5.5 and the total volume for using
mix=1.57 m3 then cement required=1/
5.5*1.57=0.285m3*1440=411 kg.(8+bag)
sandrequried=1.5/5.5*1.57=0.471m3
aggregaterequired=3/5.5*1.57=0.853m3
the standard volume of dry mix mortar=1.57..
U can check it in IS code also.
MATERIAL CALCULATION:
CEMENT IN BAGS
01. PCC 1:5:10 1440/5*0.45 129.60Kg 2.59
02. PCC 1:4:8(M 7.5) 1440/4*0.45 162.00Kg
3.24
03. PCC 1:2:4(M 15) 1440/2*0.45 324.00Kg
6.48
04. PCC 1:3:6(M 10) 1440/3*0.45 216.00Kg
4.32
05. RCC 1:2:4(M 15) 144/2*0.45 324.00Kg
6.48
06. RCC 1:1.5:3(M 20) 1440/1.5*0.45 32.00Kg
8.64
07. RCC 1:1:2(M 25) 370.00Kg 7.40
08. RCC M 30 410.00Kg 8.20
09. RCC M35 445.00Kg 8.90
10. RCC M40 480.00Kg 9.60
11. Damp Proof Course
CM1:3,20mm tk 1440/3*0.022 10.56Kg 0.21
12. 2"tk precast slab M15 324*0.05 16.20Kg
0.32
13. 3"tk precast slab M15 324*0.075 24.30Kg
0.49
14. GC Masonry CM 1:7 1440/7*0.34 70.00Kg
1.40
15. Brick Work CM 1:6 1440/6*0.25 60.00Kg
1.20
16. Brick Work CM 1:4, 115tk 1440/
4*0.25*0.115 10.35Kg 0.21
17. Grano Flooring CC 1:1.5:3 1440/
1.5*0.45*0.05 21.60Kg 0.43
18. Plastering CM 1:3, 12mm tk 1440/3*0.014
6.72Kg 0.13
19. Wall Plastering CM 1:4,
12mm tk 1440/4*0.014 5.00Kg 0.10
20. Laying Pressed Tiles Over
a CM 1:4, 20mm tk 1440/4*0.022 7.92Kg 0.16
21. Ceramic Tiles, Marble,
Granite, Caddapah Slab
CM 1:4, 20mm tk 1440/4*0.022 7.92Kg 0.16
22. Hollow Block Masonry
CM 1:6, 200mm tk/m¬2¬ 10.00Kg 0.20
SAND CALCULATION (CFT):
01. Any Concrete Work
(PCC, RCC) 0.45*35.315= 20.00
02. Damp Proof Course
CM `1:3, 20mm tk 1.00
03. 2"tk Precast slab M15 1.00
04. 3"tk Precast slab M15 1.50
05. SS Masonry in CM 1:7 15.00
06. Brick Work in CM 1:6 15.00
07. Brick Work in CM 1:4,115mm tk 2.00
08. Grano Flooring in CC 1:1.5:3 1.00
09. Plastering in CM 1:3, 12mm tk 1.00
10. Wall Plastering CM 1:4, 12mm tk 1.00
11. Laying Pressed Tiles over a CM 1:4, 20mm
tk 1.00
12. Ceramic Tiles, Marble, Granite, Cuddapah
slab
CM 1:4, 20mm tk 1.00
METAL CALCULATION:
01. Any Concrete Work 32.00 cft
02. Grano Flooring in CC 1:1.5:3, 50mm tk
1.60 cft
03. Grano Flooring in CC 1:1.5:3, 75mm tk
2.40 cft
04. Grano Flooring in CC 1:1.5:3, 100mm tk
3.20 cft
05. Bricks/cum 450.00 Nos
06. Size Stone/ cum 90.00 Nos
07. Rough Stone 10.00 cft
08. Bond Stone/ cum 10.00 Nos
09. Cement Paint/100 Sft 2.00 Kg
10. White Cement/100 Sft 2.00 Kg
11. Janathacem/100 Sft 1.50 Kg
12. Enamel Paint/100 Sft - 2 Coats 1.25 Litre
13. Wall Putty/100 Sft 10.00 Kg
14. Plaster of Paris/100 Sft 25.00 Kg
15. Distember/100 Sft 2.00 Kg
16. Cement Primer 0.60 Litre
0.40 Litre
17. Weathering Course
Lime 12.50 Kg
Brick bats 32.00 Kg
18. Providing Sand Gravel Mix- Cum
Sand 20.00 Cft
Gravel 40.00 Cft
19.WBM - 75mm tk - 1st Layer - 10 Sqm
Metel(60-40 mm) 35.00 Cft
Gravel 10.00 Cft
20. Pressed Tiles - Sqm 20.00 Nos
21. Hollow Block - 200mm tk 14.00 Nos
CONVERSION TABLE:
01. 1 RM=3.28 Rft
02. 1 Sqm=10.76 Sft
03. 1 Cum=35.32 Cft
04. 1 Inch=2.54 cm
05. 1 sft=0.09Sqm
06. 1 Acre=0.04 Hectare
07. 1 Hectare=2.47 Acres
08. 1 Cft=0.028 Cum
09. 1 Feet=12.00 Inch
10. 1 Feet=0.305 M
11. 1 Cum=1000.00 Litre
UNIT WEIGHT:
01. Concrete 25 kN/m3
02. Brick 19 kN/m3
03. Steel 7850 Kg/m3
04. Water 1000 Lt/m3
05. Cement 1440 Kg/m3
06. 1Gallon 4.81 Litres
07. Link 8" = 200mm
08. 1 Hectare 2.471 acr(10000m2)
09. 1 Acr 4046.82m2 = 100 cent
DEVELOPMENT LENGTH:
01. Compression 38d
02. Tension 47 & 60d
03. 1 Cent 435.60 Sft
04. 1 Meter 3.2808 ft
05. 1 M2 10.76 ft2
06. 1 Feet 0.3048m
07. 1 KN 100Kg
08. 1kN 1000N
09. 1 Ton 1000Kg = 10,000 N = 10 kN
10. 1 kG 9.81N
M5=2.54Bg/m3, M7.5=3.18Bg/m3,
M10=4.32Bg/m3,
M20=8.64Bg/m3, M25=12.9 Bg/m3,
M40=500+100Kg/m3
1m3 Conrete = 0.9 m3 Jelly + 0.55 m3 Sand +
0.225 m3
BRICK:
Weight = 3.17 - 3.80 Kg
Water absorption 12 to 15%
Compressive strength = 36Kn/cm2
230mm Wall/m3 = 460 Bricks + 20Cft Sand +
66Kg Cement
SSM 1:7/m3 = Slize 95 + Soiling 8 Cft +60.5 Kg
Current = 1000 Watts = 1 Unit, 25Watt*40Hr =
1 Unit
Sunshade = 65mm - 0.56 bag/m2,
= 90mm - 0.78 bag/m2
Tiles, Kotta, Marble - 0.33 bag/m2
Press Tiles - 0.22 bag/m2
Ceilling & RCC plasreting 1:3 - 0.13 bag/m2
Wall 1:5 - 0.09 bag/m2
Smoothplast 1:3 - 0.18 bag/m2,
Brick on edge - 0.08/Rmt
Pavement 75 tk - 0.49/m2
Floorfinish CM 1:4 - 0.15bag/m2
EFFECTIVE COVER:
Footing = 50mm, Column = 40mm, Slab =
20mm, Beam = 25mm
NitoFloorHarder = 3 Kg/m2, Fibre Mash - 0.9
Kg/m3
REINFORCEMENT STEEL FOR CONCRETE ITEM -
Kg/m3:
Column = 125, Footing = 75, Slab = 65, Beam =
120
RC Wall = 80, Min.Plot Area req for Approval =
95m2
FABRICATION STEEL (TRUSS+PULIN):
20-30m span 1m2 = 25 Kg,
40m & above 1m2 = 33 kg
UG Sump = 12 Kl(3*2*2m)
= 24 Kl(4*2.5*2.5m)
Column Lead for Resi - 2.0T/m2 per Floor
FSI:
Resi - 17m2/250m2
Shop - 17m2/200m2
Min.Width - 6m

প্রধান নির্মাণ উপকরন (Construction Materials)

মাইল্ড স্টীল:
এর গায়ে কোন ক্র্যাক
থাকবে না
মরিচা থাকবে না
ওজন প্রতি ঘনমিটারে ৭৮৫০
কেজি এর কম হবে না
একে ৯০
ডিগ্রি বাঁকিয়ে আবার
সোজা করলে এর কোন
প্রভাব পড়বে না বা ক্র্যাক
তৈরি হবে না

সিমেন্ট:
ভাল সিমেন্টের রং সবুজাভ
গ্রে হবে
এর মধ্যে কোন শক্ত পিন্ড
থাকবে না, অন্য কোন কিছু
মেশানো থাকবে না
ব্যাগের মধ্যে হাত
দিলে ঠান্ডা অনুভব হবে
সামান্য পরিমান সিমেন্ট
নিয়ে পানি ভর্তি বালতির
পাণির উপর
ছেড়ে দিলে কিছুক্ষন
পানির উপর সিমেন্ট
থাকবে। ছিটানোর
সাথে সাথেই
নিচে পড়ে যাবে না
দুই আঙ্গুলের মধ্যে সিমেন্ট
নিয়ে আঙ্গুল
ঘষতে খষখসে হবে না,
পিচ্ছিল হবে।
প্রতি ঘণমিটারে ওজন ১৪৪০
কেজির কম হবে না।
ইনিশিয়াল
সেটিং বা সাধারণ জমাট
বাধার সময় ৪৫ মিনিটের কম
হবে না। শক্ত বা কঠিন হওয়ার
সময় ১০ ঘন্টার বেশি হবে না
স্টোন চিপস বা পাথর
নন-প্লাস্টিক হবে। অর্থাৎ
একে চ্যাপটা বা টেনে
লম্বা করা যাবে না
অর্গানিক বা অন্যান্য
বাহিরের কোনকিছু মিশ্রণ
থাকবে না
ভাল গ্রেডের হতে হবে
প্রতি ঘনমিটারে ওজন ১৬১০
কেজির কম হতে পারবে না
৩% এর
বেশি ময়লা হতে পারবে
না
বালি:
কোন জিবাস্ম মিশ্রিত
থাকবে না
অন্যান্য অপ্রযোজনীয়
কোনকিছু মিশ্রন থাকবে না
হাতের মুঠে কিছু
বালি নিয়ে মুঠের
মধ্যে নাড়াতে হবে। এবার
মুঠ
খুলে বালি ফেলে দিতে
হবে।
যদি হাতে ময়লা লেগে
থাকে তাহলে বুঝতে হবে
সেটা ভাল বালি না
গ্লাসের মধ্যে কিছু
পানি দিয়ে তার
মধ্যে বালি মেশাতে হবে।
এবার কিছুক্ষন
রেখে দিতে হবে।
যদি কিছুক্ষন পার
বালি তলানিতে যায়
এবং পানির
উপরিভাগে কোন
ময়লা না থাকে,
তাহলে বুঝতে হবে বালি
ভাল।
পানি যদি ঘোলা থাকে
তাহলে বুঝতে হবে কাদা
বা অন্য কিছু আছে,
এবং সেটা ভাল বালি না।

ইট বা ব্রিকস:
রং সুন্দর হবে এবং খুব
ভালভাবে সমভাবে পুড়তে
হবে
উপরিভাগে কোন ক্র্যাক
থাকতে পারবে না
একই ধরণের সাইজ ও আকার
হতে হবে
ধারগুলি সার্প
বা ধারালো বা সুন্দর
হতে হবে
দুইটা ইট পরষ্পরের
সাথে বাড়ি দিলে টংটং
শব্দ দিবে
ভাঙা ইটের পার্শ্বে কোন
ছিদ্র থাকবে না। উজ্জ্বল
হবে এবং রং বাইরের মতই
হবে
কোনকিছু দিয়ে আচড়
দিলে আচড় পড়বে না
প্রতি ঘণমিটারে ওজন ১৮৫৬
কেজির কম হবে না
পানি শোষণ ক্ষমতা ২০% এর
বেশি হবে না
এক মিটার
উচ্চতা থেকে শক্ত কোন
কিছুর উপর
ফেলে দিলে ভেঙে যাবে
না
পানিতে ২৪
ঘন্টা চুবিয়ে রেখে তারপর
উঠিয়ে কোন ছায়ার
মধ্যে শুকাতে দিলে এর
গায়ে লবনাক্ততা বা সাদা
ছাপ ভেসে উঠবে না।

কনস্ট্রাকশন সিকোয়েন্স মানে কি? (Construction Sequence)


আমাদের সমাজ জীবনে সকল কাজ করতে হয় একটি নির্দীষ্ট ক্রম
অনুসরন করে । ঠিক তেমনি একটি ভব ন
তৈরির ক্ষেত্রেও
একটি নির্দীষ্ট ক্রম অনুসরন
করতে হয় । যাকে প্রকৌশলীদের
ভাষায় “কনস্ট্রাকশন
সিকোয়েন্স” বলা হয় ।
“কনস্ট্রাকশন সিকোয়েন্স”
কে দুই ভাগে ভাগ করা হয়।
একটি হলো “কাঠামোগত
বা স্ট্রাকচারাল কাজ”।
আর অপরটি হলো “সৌন্দর্য বর্ধণ
বা ফিনিশিং কাজ”।
একটি ভবনে কাজের “কনস্ট্রাকশন সিকোয়েন্স”
নিন্মে তুলে ধরা হলো :
1. কাঠামোগত বা স্ট্রাকচারাল
কাজ :
♪প্রথম ধাপ : সাইট মোবিলাইজেশন
বা সাইটে প্রয়োজনীয় সরঞ্জাম
সন্নিবেশ করা ,
♪দ্বিতীয় ধাপ : ভূমি জরিপ
করে ভূগর্ভস্থ
মাটি পরীক্ষা করা,
♪তৃতীয় ধাপ : আর্কিটেকচারাল,
স্ট্রাকচারাল, প্লাম্বিং,
ইলেকট্রিক্যাল এবং অন্যান্য
প্রয়োজনীয় ড্রয়িং তৈরি করা
♪চতুর্থ ধাপ : ভবনের প্রয়োজনীয়
সকল লে-আউট ও লেভেল দেয়া।
♪পঞ্চম ধাপ : প্রয়োজন
হলে পাইলিং করা এবং মাটি কাটা
♪ষষ্ঠ ধাপ : ভিত্তির
তলদেশে ব্লাইন্ড বা লীন
কংক্রীট ঢালাই ও ইটের
সোলিং করা ,
♪সপ্তম ধাপ : ভিত্তির ঢালাই দেওয়া
♪অষ্টম ধাপ : কলামের রড
বাঁধা এবং ঢালাই দেওয়া,
♪নবম ধাপ : বীম ও ছাদের রড
বাঁধা এবং ঢালাই দেওয়া,
♪দশম ধাপ : মেঝেতে ইটের
প্রয়োজনীয় লে-আউট
দেয়া এবং গাঁথুনীর কাজ করা

2. সৌন্দর্য বর্ধণ
বা ফিনিশিং কাজ :
♪প্রথম ধাপ : দরজায় কাঠের চৌকাঠ
লাগানো,
♪দ্বিতীয় ধাপ : সিড়িঁ,
বারান্দা ও জানালার গ্রীল
লাগানো,
♪তৃতীয় ধাপ : বাথরূম ও কিচেন সহ সকল ধরনের স্যানিটারী ও
প্লাম্বিং এর পাইপ
ফিটিং করা,
♪চতুর্থ ধাপ : ওয়ালের গ্রুপ লাইন কাঁটা ও বৈদ্যুতিক
সুইচবোর্ডের দেওয়ালের
ভিতরের অংশের কাজ শেষ করা ,
♪পঞ্চম ধাপ : ভবনের ভিতরের
অংশে প্লাষ্টার করা ,
♪ষষ্ঠ ধাপ : ভবনের বাইরের
অংশে প্লাষ্টার করা,
♪সপ্তম ধাপ : বাথরূমের ও কিচেন
বেসিন বা সিঙ্ক সহ অন্যান্য
প্রয়োজনীয় স্ল্যাব ঢালাই ও
কনসিল অংশ লাগানো ,
♪অষ্টম ধাপ : দরজা, জানালা,
বারান্দা ও অন্যান্য অংশের
থাই-এ্যালুমিনিয়াম ও গ্লাস
লাগানো,
♪নবম ধাপ : কিচেন ও বাথরূমের
দেওয়ালের টাইলস্ লাগানো ,
♪দশম ধাপ : সিলার ও পুটি সহ
সিলিং এ রং এর ১ম কোট দেয়া,
♪একাদশ ধাপ : ভিতরের বা বাইরের
মেঝেতে ও
সিড়িঁতে বা লিফটের
দেওয়ালের সকল টাইলস্
বা মার্বেল লাগানো ,
♪দ্বাদশ ধাপ : বৈদ্যুতিক
ওয়্যারিং করা,
♪এয়োদশ ধাপ : ভবনের বাইরের ও ভিতরের দেওয়ালে রং এর ১ম
কোট দেয়া,
♪চতুর্দশ ধাপ : দরজার বা জানালা
পাল্লা ফিটিং করা এবং কাঠ
অন্যান্য কাজ সারা,
♪পঞ্চদশ ধাপ : বাথরূম ও কিচেনের
সকল ফিটিংস
লাগানো এবং ফিনিশিং করা,
♪ষষ্ঠোদশ ধাপ : বৈদ্যুতিক সুইচ,
সকেট,হুক,সিলিং রোজ ও
সার্কিট ব্রেকার লাগানো ,
♪সপ্তোদশ ধাপ : টাইলস্ ও
মার্বেলের পয়েন্টিং করা ,
♪অষ্টাদশ ধাপ : ছাদের উপরের
ফিনিশিং কাজ ও সুইমিং পুল
টাইলস লাগনো ,
♪উনবিংশ ধাপ : পেটেন স্টোন
করা বেজমেন্ট বা ছাদের উপর,
♪বিশতম ধাপ : কাঠের বার্নিশ
বা পলিশ ও দেওয়ালের রং এর
ফাইনাল কোট করা,
একুশ তম ধাপ : বৈদ্যুতিক সকল
বাতি ও ফ্যান লাগানো,
বাইশতম ধাপ : সকল ধরনের
ফার্নিচার সেট করা।

এষ্টিমেট সম্পর্কিত দরকারি কিছু কথা


প্রস্তাবিত প্রকল্পের এষ্টিমেট
করা বেশ জটিল। কারন,  এখানে অনেক
বিষয় জড়িত থাকে। সঠিক
পর্যালোচনা, প্রশিক্ষণ
এবং অভিজ্ঞতার মাধ্যমে ভাল
প্রকৌশলী হওয়া যায়। প্রকল্পের মূল্য
নির্ধারণে বিভিন্ন বিভাগ মুখ্য
ভূমিকা রাখে। একজন ভাল এষ্টিমেটরএর এইগুলি সম্পর্কে জানতে হবে এবং সাবধান হতে হবে।
এষ্টিমেট চূড়ান্ত করার পূর্বে কিছু
গুরুত্বপূর্ণ বিষয় নিচে দেয়া হল।
১) অনুরূপ প্রকল্প: একই ধরনের প্রকল্প
থেকে ধারনা  নিয়ে এসটিমেট
করলে খুব ফলপ্রসূ হয়। অনুরূপ প্রকল্পের
অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ।
২) উপাদানের দাম: মালামলের
ভরসাপুর্ণ দাম জানতে হবে । একই
সাথে খেয়াল
রাখতে হবে যে মালামালের পরিবহন
খরচ কেমন হবে।
৩) মজুরি: মজুরি খরচ একটি গুরুত্বপূর্ণ বিষয়। মালামালের স্থানীয় দাম
জানতে হবে। একই
সাথে জানতে হবে সরকার বা উর্দ্ধতন
কর্মকর্তার নির্ধারিত মূল্য।
৪) সাইট এর অবস্থা: সাইট এর অবস্থার
উপর প্রকল্প ব্যয় নির্ভর করে। যেমন
খারাপ মাটি, বেজ মাটি, আবর্জনা,
সার্ভিস লাইন ইত্যাদি।
৫) মুদ্রাস্ফীতি: মুদ্রাস্ফীতি খুব বড়
রকম প্রভাব রাখে। প্রকল্প সময়
এবং মুদ্রাস্ফীতির হার এর
সমন্বয়ে এসটিমেট করতে হবে।
৬) দরপত্রের সময়: দরপত্রের সময়
একটি ভাল ভূমিকা রাখে। বিভিন্ন
মৌসুমে দরপত্রের কারণে প্রভাব
বিভিন্ন রকম হয়।
৭) প্রকল্প সময়সূচি: সিড্যিউল এর উপর
মূল্য বলভাবে নির্ভর করে। যেমন খুব
কম সময়ে করতে হলে তুলনামূলক
বেশি খরচ হবে। আবার সাধারণ সময়
এর চেয়ে বেশি সময় লাগলেও খরচ
বেড়ে যায়। কেননা এর
সাথে মুদ্রাস্ফীতি ও কর্মচারী খরচ
বেড়ে যায়। প্রকল্প শুরুর
বেশি পূর্বে দরপত্র করলেও দাম
বাড়তে পারে (এতে করে কনট্রাকটর
কারণ দেখিয়ে দাম বাড়বে)
৮) মানসম্মত প্লান
এবং স্পেসিফিকেশন :
বলভাবে তৈরি প্ল্যান এবং বিশদ
বর্ণনা ছাড়া ভাল এসটিমেট
করা অসম্ভব। এতে করে কনট্রাকটর
দের বুঝতে অসুবিধা হয়
এবং পরবর্তীতে ঝামেলা হয়। যার
কারণে এসটিমেট ভাল হয় না।
৯) প্রকল্প প্রকৌশলীর সুনাম :
যদি প্রকৌশলীর বা প্রতিষ্ঠানের খুব
ভাল সুনাম থাকে তাহলেও প্রকল্প
ব্যয় পার্থক্য হয়। কনট্রাকটর এয়ের
সাথে ভাল সম্পর্ক থাকলেও কাজ
করতে সুবিধা হয় এবং কংত্র্ক্টর কম
দামে দরপত্র দেয়। উভয়ের মধ্যে ভাল
সম্পর্ক থাকলেই অল্প সময়ে প্রকল্প
সুন্দর ভাবে শেষ করা সম্ভব। যায় ব্যয়
এর উপর প্রভাব ফেলে।
১০) অনুমোদিত এজেন্সি: যদি কোনও
প্রতিষ্ঠান তহবিল প্রদান
করে থাকে তখন খরচ কিছুটা বারে।
কেননা এতে করে দলীলাদি বা কাগজপ
ত্র বেশি করতে হয়। যা মোট খরচের
উপর প্রভাব ফেলে।
১১) নিয়ন্ত্রণ সংস্থা:
কখনো কখনো নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক
অনুমোদন নিতে হয়। তাই
বিষয়গুলি খেয়াল রাখতে হবে।
কেননা এখানেও অনেক খরচ হয়।
১২) বীমা প্রয়োজনীয়তা : যদি বিমার
প্রয়োজন হয় তাহলেও এটি হিসাবের
মধ্যে রাখতে হবে।
১৩) প্রকল্পের আকার: প্রকল্পের
আকার এবং জটিলতার উপর নির্ভর
করে যে স্থানীয় কনট্রাকটর
এটি করতে পর্বে কী পর্বে না। যার
কারণে একটি বড় অংশ নির্ভর করে এর
উপর।
১৪) কাজের স্থান : কাজের স্থানের
উপর এও নির্ভর করে। এবং এর প্রভাব
বড়। যেমন প্রত্যন্ত অঞ্চলে ভাল মজুর
পাওয়া যায়না। আবার বেইসি খরচপূর্ণ
এলাকাতে মজুর খরচ বা অন্য জিনিস
এর দাম বেশি। আবার প্রত্যন্ত
অঞ্চলে পরিবহন খরচ বেশি।
১৫) উপকারিতা যাচাই করানো : বড় বড়
প্রকল্প করার সময় সাধারনত এর
উপকারী যাচাই করে নিতে হয় কোনও
নিয়োজিত সংস্থা কর্তৃক। তাই এটাও
জেনে নিতে হবে এবং যদি এর
প্রয়োজন হয় তাহলে এটি হিসাব
করে এসটিমেট করতে হবে।
১৬) অনিশ্চয়তা: কিছু বিষয়
থাকে যা অনেক সময় হিসাব
থেকে বাদ পড়ে যায়। তাই
নিরাপত্তার জন্য মোট খরচের ১০
শতাংশ অতিরিক্ত হিসাব করা হয়।
১৭) অধিক তদন্ত : কিছু প্রকল্প সাইট
এর অতিরিক্ত তদন্তের প্রয়োজন
পরথে পারে। যেমন পরিবহন ব্যবস্থা,
রাতে কাজ করার অবস্থা,
চাদবাজি ইত্যাদি।
১৮) রায়: সর্বশেষ এসটিমেট করা হয়
বিচক্ষণতা, অভিজ্ঞতা বিচারে।
অনেক সময় অভিজ্ঞতা থেকে মোট
এসটিমেট এর উপর কিছু অতিরিক্ত
ধরে এসটিমেট করা হয়।

ঢালাই লোহা, পাকা লোহা ও স্টীল সম্পর্কে জেনে রাখুন

বিভিন্ন ধরণের লোহা ও স্টীলের
তুলনামুলক বৈশিষ্ঠ্য
গুনাগুণ
কাষ্ট আইরণ
রট আইরণ
স্টীল গঠণ অশোধিত আইরণ বা লোহা, এতে 2.5%-4.5% লোহা থাকে
শোধন করা লোহা এইটা, এতে 0.2%
কার্বণ থাকে
এটি কাষ্ট ও রট আইরণ এর
মধ্যবর্তি অবস্থা, এতে 0.1-1.1%
কার্বণ থাকে।
কাঠামো
ক্রিস্টালাইন
ফাইবার জাতীয়
গ্রাণুলার
আপেক্ষিক ভর
7-7.5 হয়ে থাকে
7.8 এর মত
7.85 এর মত
মেল্টিং পয়েন্ট
1250 ডিগ্রি সে:
150 ডিগ্রি সে:
1300-1400 সে:
হার্ডনেস / মজবুত
বেশ শক্ত। তাপ দিয়ে এবং হঠাৎ
ঠান্ডা করে আরও মজবুত করা যায়
এটা মজবুত করা যায় না
এটা মজবুত করা যায় এবং টেম্পার্ড
করা যায়।
আল্টিমেট শক্তি (এম.পি.এ)
চাপ-600-700
টাণ-120-150
চাপ-200
টাণ-400
চাপ-180-350
টাণ- 310-700
হঠাৎ আঘাতে
এটা হঠাৎ আঘাত সহ্য করতে পারে না মাঝারি পারে, কিন্তু
বেশি হলে পারে না
এটার ইমপ্যাক্ট লোড বা হঠাৎ আঘাত
সহ্য ক্ষমতা অনেক
চৌম্বকীয়
একে চৌম্বক বানানো যায় না
স্থায়ী চৌম্বক করা যায় না, কিন্তু
অস্থায়ী করা যায়
স্থায়ী চৌম্বক বানানো যায়।

নির্মানকালে ভবনের লে-আউট দেয়া

যেকোন কাজ শুরু করার
আগে কাজের
একটি রূপরেখা বা লে-আউট
তৈরী করা খুবই দরকার। যেমন
ধরুনঃ কোন দর্জি যখন পোষাক
তৈরী করে তখন কাপড় কাটার
আগে কাপড়ের উপর একধরণের
দাগ দিয়ে নেয়। পরে সেই দাগ
অনুসারে কাপড় কাটে সেলাই
করবার জন্য। এই কাপড় কাটবার
আগে দাগ দিয়ে নেয়া কে ওই
পোষাকের জন্য লে-আউট
দেয়া বলা হয়। ঠিক
তেমনি কাগজ়ে আকা ভবনের
নকশাকে প্রকৃত মাপ জোপের
মাধ্যমে জমিতে স্থানান্তর
করাকে প্রকৌশলবিদ্যায়
ভবনের লে-আউট
দেয়া বোঝায়।
ভবনের নকশা, কাগজের উপর
ছোট স্কেলে আকা থাকে।
এখানে ড্রয়িং এর
কাগজটিকে বাস্তব ভুমির ছোট
সংষ্করণ বলা যেতে পারে।
কাগজ়ে আকা নকশাটিকে প্রকৃত
স্কেলে জমিতে চিহ্নিত
করতে হয়, যাতে সহজেই
প্রতিটি কলামের সঠিক
অবস্থান, নির্মানাধীন ভবনের
ওরিয়েন্টেশন
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়-
ভবনটি সীমানার
ভিতরে আছে কিনা তা নির্ণয়
করা যায়।
ড্রয়িং হলো প্রকৌশলীদের
যোগাযোগের জন্য
একটি আন্তর্জাতিক ভাষা।
কোন ভবনের লে-আউট দেয়ার
জন্য যে ড্রয়িং তৈরী করা হয়
সেখানে সাধারনত a,b,c,d…… ও
1,2,3,4…… এই দুই ধরণের গ্রীডলাইন
ব্যবহার করা হয়ে থাকে।
a,b,c,d…… গ্রীড
লাইনগুলো একে অপরের
সমান্তরাল আবার 1,2,3,4……
গ্রীড লাইনগুলোও পরষ্পর
পরষ্পরের সমান্তরাল
হয়ে থাকে। কিন্তু a,b,c,d……
গ্রীড লাইনগুলো 1,2,3,4…… গ্রীড
লাইনের সাথে সমকোণ
তৈরী করে। এই দুই ধরণের গ্রীড
লাইনের ছেদ
বিন্দুটিতে সাধারণতঃ কলাম
বা দেয়ালের অবস্থান
করে থাকে।
লে-আউট দেয়ার প্রধান কাজ
হলো ড্রয়িং থাকা উপরে
বর্ণিত ঐ সমস্ত
গ্রীডলাইনগুলোকে বাস্তব
মাপজোপের মাধ্যমে প্রকৃত
জমিতে স্থানান্তর করা।
কয়েকটি ধাপের মাধ্যমে সেই
কাজটি প্রকৌশলীরা করে
থাকেন-
প্রথমে একটি বেসলাইন
(Baseline)
বা সীমারেখা নির্ধারণ
করতে হয়।
সীমারেখাটি সাধারণতঃ
পার্শ্ববতী কোনো ভবন
বা রাস্তার
মধ্যরেখা (centerline) এর
সমান্তরালে একটি নির্দিষ্ট
দুরুত্বে চিহ্নিত করা হয়।
বেসলাইনের সমান্তরাল
করে ড্রয়িং এ অঙ্কিত
বিভিন্ন
গ্রীডলাইনগুলো (a,b,c,d……)
কে ভূমিতে স্থানান্তর
করা হয়। কিছু
অস্থায়ী বাঁশের খুটির
সাহায্যে এই সমস্ত
গ্রীডলাইনগুলোকে চিহ্নিত
করা হয়।
এরপর যেকোন
একটি সুবিধামত
গ্রীডলাইনের (1,2,3,4……)
সাথে সমকোণে রেখে
আরেকটি গ্রীডলাইন
চিহ্নিত করা হয়।
একইভাবে লম্ব বরাবর
যে গ্রীডলাইন পাওয়া গেল
সেগুলো সমান্তরাল
করে আগের মত আবার নতুন
গ্রীডলাইন বসানো হয়।
সাময়িক বা অস্থায়ী খুটির
বদলে কংক্রীটের
খুটি ব্যবহার করে গ্রীডলাইনগুলোকে
স্থায়ী করে রাখা হয়
যাতে ভবিষ্যতে যেকোন
প্রয়োজনে গ্রীডলাইনগুলো
অস্তিত্ব পাওয়া যায়।
লেভেল মেশিনের
সাহায্যে রাস্তার চুড়ার
তলের উপর ভিত্তি করে ভবনের প্লিন্থ
লেভেল নির্ধারণ করতে হয়।
প্লিন্থ লেভেলের
চিহ্নটি এমন এক
স্থানে রাখতে হয়
যেখানে সহজে যাওয়ার
ব্যবস্থা আছে,
সহজে দেখা যায় ও ভবন
নির্মানের শেষ পর্যন্ত যেই
স্থানের অস্তিত্ব থাকবে।
পরষ্পর লম্ব দুইটি গ্রীডলাইনের
ছেদবিন্দু থেকে কলাম ও
ফাউণ্ডেশনের সাইজ,
অবস্থান এবং গভীরতা নির্ধারণ
করা হয়। কাজের প্রতিটি ক্ষেত্রে পরষ্পর লম্ব
চারটি গ্রীডলাইনের
দ্বারা আবদ্ধ বর্গক্ষেত্রের
কর্ণের দৈর্ঘ বারবার
পরীক্ষা করতে হয়
যাতে উক্ত গ্রীডলাইনগুলোর
মাঝে ৯০ ডিগ্রি থাকে।
কারণ
আমরা জানি একটি পূর্ণাংগ
বর্গক্ষেত্রের কর্ণ দুইটি সবসময়
সমান থাকে।
ভবনের লে-আউট দেয়া ভবন
নির্মানের বেশ গুরুত্বপূর্ণ অংশ।
এটি আসলে গণিতের
জ্যামিতি বিষয়ের
একটি পরিপূর্ণ ব্যবহারিক ঘটনা।
ভবনে লে-আউট দিয়ে কাজ
করলে বিভিন্ন
সুবিধা পাওয়া যায় যেমনঃ
ভবন নির্মানের ক্ষেত্রে ভুল
হবার সম্ভাবনা কম হয়।
ভবন নির্মান কাজে ব্যবহৃত
ফোরম্যান
বা মিস্ত্রি সঠিক-সুন্দর
ভাবে ও নির্বিঘ্নে কাজ
চালিয়ে যেতে পারে।
নির্মান কাজের বিভিন্ন
পর্যায়ে কলামের অবস্থান
পূনঃপরীক্ষার জন্য
স্থায়ী লে-আউটের
প্রয়োজন হয়।
ভবনের নকশা বা আসল
জমিতে কোন রকম
সমস্যা থাকলে লে-আউট
চলাকালীন সময়ে সংশোধন
করা যেতে পারে।
ভবনের লে-আউট দেয়ার জন্য
আজ কাল টোটাল ষ্টেশনের বহুল
ব্যবহার চোখে পড়ছে।
বাংলাদেশে বেশ কিছু
ডিজিটাল
সার্ভে কোম্পানী আছে যারা
টোটাল ষ্টেশনের
মাধ্যমে নির্ভুলভাবে
ইমারতের লে-আউট
দিয়ে থাকে।তারপরও
নিচে লে-আউট দেয়ার জন্য
প্রয়োজনীয় উপাদানের নাম
দেয়া হলঃ
- টোটাল ষ্টেশন বা লেভেল
মেশিন
- নাইলনের সুতা
- পেরেক
- হাতুড়ি
- অস্থায়ী বাঁশের খুটি
- স্থায়ী কঙ্ক্রীটের খুটি
- স্টীলের একটি বড়
সমকোনী ত্রিভুজ
- স্টীল টেপ (১০০ ফুট)
- মাঝারি সাইজের প্লাম্ব বব
বা ওলোন।

123123