বিভিন্ন ধরণের লোহা ও স্টীলের
তুলনামুলক বৈশিষ্ঠ্য
গুনাগুণ
কাষ্ট আইরণ
রট আইরণ
স্টীল গঠণ অশোধিত আইরণ বা লোহা, এতে 2.5%-4.5% লোহা থাকে
শোধন করা লোহা এইটা, এতে 0.2%
কার্বণ থাকে
এটি কাষ্ট ও রট আইরণ এর
মধ্যবর্তি অবস্থা, এতে 0.1-1.1%
কার্বণ থাকে।
কাঠামো
ক্রিস্টালাইন
ফাইবার জাতীয়
গ্রাণুলার
আপেক্ষিক ভর
7-7.5 হয়ে থাকে
7.8 এর মত
7.85 এর মত
মেল্টিং পয়েন্ট
1250 ডিগ্রি সে:
150 ডিগ্রি সে:
1300-1400 সে:
হার্ডনেস / মজবুত
বেশ শক্ত। তাপ দিয়ে এবং হঠাৎ
ঠান্ডা করে আরও মজবুত করা যায়
এটা মজবুত করা যায় না
এটা মজবুত করা যায় এবং টেম্পার্ড
করা যায়।
আল্টিমেট শক্তি (এম.পি.এ)
চাপ-600-700
টাণ-120-150
চাপ-200
টাণ-400
চাপ-180-350
টাণ- 310-700
হঠাৎ আঘাতে
এটা হঠাৎ আঘাত সহ্য করতে পারে না মাঝারি পারে, কিন্তু
বেশি হলে পারে না
এটার ইমপ্যাক্ট লোড বা হঠাৎ আঘাত
সহ্য ক্ষমতা অনেক
চৌম্বকীয়
একে চৌম্বক বানানো যায় না
স্থায়ী চৌম্বক করা যায় না, কিন্তু
অস্থায়ী করা যায়
স্থায়ী চৌম্বক বানানো যায়।
শুক্রবার, ৯ জানুয়ারী, ২০১৫
ঢালাই লোহা, পাকা লোহা ও স্টীল সম্পর্কে জেনে রাখুন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন