শুক্রবার, ৯ জানুয়ারী, ২০১৫

কনস্ট্রাকশন সিকোয়েন্স মানে কি? (Construction Sequence)


আমাদের সমাজ জীবনে সকল কাজ করতে হয় একটি নির্দীষ্ট ক্রম
অনুসরন করে । ঠিক তেমনি একটি ভব ন
তৈরির ক্ষেত্রেও
একটি নির্দীষ্ট ক্রম অনুসরন
করতে হয় । যাকে প্রকৌশলীদের
ভাষায় “কনস্ট্রাকশন
সিকোয়েন্স” বলা হয় ।
“কনস্ট্রাকশন সিকোয়েন্স”
কে দুই ভাগে ভাগ করা হয়।
একটি হলো “কাঠামোগত
বা স্ট্রাকচারাল কাজ”।
আর অপরটি হলো “সৌন্দর্য বর্ধণ
বা ফিনিশিং কাজ”।
একটি ভবনে কাজের “কনস্ট্রাকশন সিকোয়েন্স”
নিন্মে তুলে ধরা হলো :
1. কাঠামোগত বা স্ট্রাকচারাল
কাজ :
♪প্রথম ধাপ : সাইট মোবিলাইজেশন
বা সাইটে প্রয়োজনীয় সরঞ্জাম
সন্নিবেশ করা ,
♪দ্বিতীয় ধাপ : ভূমি জরিপ
করে ভূগর্ভস্থ
মাটি পরীক্ষা করা,
♪তৃতীয় ধাপ : আর্কিটেকচারাল,
স্ট্রাকচারাল, প্লাম্বিং,
ইলেকট্রিক্যাল এবং অন্যান্য
প্রয়োজনীয় ড্রয়িং তৈরি করা
♪চতুর্থ ধাপ : ভবনের প্রয়োজনীয়
সকল লে-আউট ও লেভেল দেয়া।
♪পঞ্চম ধাপ : প্রয়োজন
হলে পাইলিং করা এবং মাটি কাটা
♪ষষ্ঠ ধাপ : ভিত্তির
তলদেশে ব্লাইন্ড বা লীন
কংক্রীট ঢালাই ও ইটের
সোলিং করা ,
♪সপ্তম ধাপ : ভিত্তির ঢালাই দেওয়া
♪অষ্টম ধাপ : কলামের রড
বাঁধা এবং ঢালাই দেওয়া,
♪নবম ধাপ : বীম ও ছাদের রড
বাঁধা এবং ঢালাই দেওয়া,
♪দশম ধাপ : মেঝেতে ইটের
প্রয়োজনীয় লে-আউট
দেয়া এবং গাঁথুনীর কাজ করা

2. সৌন্দর্য বর্ধণ
বা ফিনিশিং কাজ :
♪প্রথম ধাপ : দরজায় কাঠের চৌকাঠ
লাগানো,
♪দ্বিতীয় ধাপ : সিড়িঁ,
বারান্দা ও জানালার গ্রীল
লাগানো,
♪তৃতীয় ধাপ : বাথরূম ও কিচেন সহ সকল ধরনের স্যানিটারী ও
প্লাম্বিং এর পাইপ
ফিটিং করা,
♪চতুর্থ ধাপ : ওয়ালের গ্রুপ লাইন কাঁটা ও বৈদ্যুতিক
সুইচবোর্ডের দেওয়ালের
ভিতরের অংশের কাজ শেষ করা ,
♪পঞ্চম ধাপ : ভবনের ভিতরের
অংশে প্লাষ্টার করা ,
♪ষষ্ঠ ধাপ : ভবনের বাইরের
অংশে প্লাষ্টার করা,
♪সপ্তম ধাপ : বাথরূমের ও কিচেন
বেসিন বা সিঙ্ক সহ অন্যান্য
প্রয়োজনীয় স্ল্যাব ঢালাই ও
কনসিল অংশ লাগানো ,
♪অষ্টম ধাপ : দরজা, জানালা,
বারান্দা ও অন্যান্য অংশের
থাই-এ্যালুমিনিয়াম ও গ্লাস
লাগানো,
♪নবম ধাপ : কিচেন ও বাথরূমের
দেওয়ালের টাইলস্ লাগানো ,
♪দশম ধাপ : সিলার ও পুটি সহ
সিলিং এ রং এর ১ম কোট দেয়া,
♪একাদশ ধাপ : ভিতরের বা বাইরের
মেঝেতে ও
সিড়িঁতে বা লিফটের
দেওয়ালের সকল টাইলস্
বা মার্বেল লাগানো ,
♪দ্বাদশ ধাপ : বৈদ্যুতিক
ওয়্যারিং করা,
♪এয়োদশ ধাপ : ভবনের বাইরের ও ভিতরের দেওয়ালে রং এর ১ম
কোট দেয়া,
♪চতুর্দশ ধাপ : দরজার বা জানালা
পাল্লা ফিটিং করা এবং কাঠ
অন্যান্য কাজ সারা,
♪পঞ্চদশ ধাপ : বাথরূম ও কিচেনের
সকল ফিটিংস
লাগানো এবং ফিনিশিং করা,
♪ষষ্ঠোদশ ধাপ : বৈদ্যুতিক সুইচ,
সকেট,হুক,সিলিং রোজ ও
সার্কিট ব্রেকার লাগানো ,
♪সপ্তোদশ ধাপ : টাইলস্ ও
মার্বেলের পয়েন্টিং করা ,
♪অষ্টাদশ ধাপ : ছাদের উপরের
ফিনিশিং কাজ ও সুইমিং পুল
টাইলস লাগনো ,
♪উনবিংশ ধাপ : পেটেন স্টোন
করা বেজমেন্ট বা ছাদের উপর,
♪বিশতম ধাপ : কাঠের বার্নিশ
বা পলিশ ও দেওয়ালের রং এর
ফাইনাল কোট করা,
একুশ তম ধাপ : বৈদ্যুতিক সকল
বাতি ও ফ্যান লাগানো,
বাইশতম ধাপ : সকল ধরনের
ফার্নিচার সেট করা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

123123