এলাইনমেন্ট ঠিক মত করা হয়েছে কিনা এবং
পরিস্কার আছে কিনা দেখতে হবে।
স্টিলের হলে এর তলে তেল দেয়া
আছে কিনা দেখতে হবে,
কাঠের হলে এর ভেতরের দিকের তল
সমান বা স্মুথ আছে কিনা দেখতে হবে
খেয়াল রাখতে হবে যেন পানি বের হতে না পারে।
সাটারিং এর সাপোর্ট ঠিক মত
দেয়া আছে কিনা যাতে করে
কাজের সময় নড়ে না যায় বা ভেঙে
না যায় কাঠের সাটার হলে জয়েন্টে
পাতলা টিনের ফিতা দিয়ে বন্ধ
করে দিতে হবে। সম্ভবত এই পাতলা
টিনের ফিতাকে লোকাল ভাষায় ময়ুরী বলে
স্টিলের শাটারের জয়েন্টের মাঝে ফোম বা জুট টেপ দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন