ড্রয়িং এর নাম্বার ও তারিখ ঠিক আছে কিনা বার বেন্ডিং শিডিউল করা আছে কিনা
18 গেজ তার দিয়ে ঠিকমত রড বাধা হয়েছে কিনা তা ভালমত চেইক করতে হবে।
কোন পরিবর্তন থাকলে সেটা করা হযেছে কিনা দেখে নিতে হবে। বর্তমান রডের সাথে নতুন রডের এলাইনমেন্ট ঠিক থাকতে হবে
বারের সাইজ ও স্পেসিং ড্রয়িং অনুসারে থাকতে হবে।
চেয়ার দেয়া আছে কিনা ঠিক মত
রি-ইনফোর্সমেন্ট এর ক্লিয়ার কভার ঠিক আছে কিনা দেখতে হবে।
ক্লিয়ার কভারের জন্য ব্লক তৈরি আছে কিনা, এবং ব্লক ঠিকমত দেয়া হয়েছে কিনা
অতিরিক্ত রি-ইনফোর্সমেন্ট দেয়া হলে তার
রেকর্ড রাখতে হবে এবং সাইন নিতে হবে
কন্সট্রাকশন জয়েন্ট ঠিক আছে কিনা রড বসানোর পুর্বেই তা চেক করে নিতে হবে
সেই বারের ডায়া যেখানে হবে, ড্রয়িং অনুসারে সেখানে থাকতে হবে।
রিবারের টেষ্ট রেজাল্ট থাকতে হবে ল্যাপিং লেন্থ ও পজিশন ঠিক আছে কি না।
শনিবার, ৪ এপ্রিল, ২০১৫
রি-ইনফোর্স বার চেইক করার বিবেচ্য বিষয়সমুহ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন