বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫

ভিত্তিতে ও মেঝেতে কংক্রিটের কাজের হিসাব

বিল্ডিং বা কাঠামোর ভর
সমভাবে মাটিতে ছড়িয়ে দেওয়ার
জন্য এবং ভিত্তিকে মজবুত করার জন্য
লাইম কংক্রিট বা সিমেন্ট কংক্রিট
এর কাজ করা হয়।কংক্রিটের দৈর্ঘ্য ও
প্রস্থ,মাটি কাটার দৈর্ঘ্য ও প্রস্থের
সমান হয়ে থাকে।কেবল মাত্র উচ্চতা
নকশায় প্রদত্ত উচ্চতার সমান হয়।
ভিত্তিতে কংক্রিটের পুরুত্ব,
ইমারতের আকার ও মাটির ভারবহন
ক্ষমতা এবং দালানের ধরণের উপড়
নির্ভরশীল। তবে ভিত্তিতে
কংক্রিটের পুরুত্ব ১৫ সেমি এর কম
হওয়া উচিত নয়। সিমেন্ট কংক্রিটের
উপাদান ১:৩:৬: অথবা ১:৪:৮ হয়ে থাকে।

ভিত্তিতে নিম্নলিখিত হারে পুরু
কংক্রিটের স্তর প্রদান করা উচিত:
১. ৩ মিটার পর্যন্ত উচ্চ ইমারতে = ১৫ সেমি.
২. ৩-৪.৫০ মিটার পর্যন্ত উচ্চ ইমারতে =২০ সেমি.
৩. ৪.৫০-৬ মিটার পর্যন্ত উচ্চ ইমারতে=২৫ সেমি.
৪. ৬ মিটারের অধিক উচ্চ ইমারতে= ৩০ সেমি.

মেঝেতে কংক্রিট কাজের হিসাব:
সাধারণত প্রথম তলার মেঝেতে
কংক্রিটের কাজের উপড় ফ্লোর
ফিনিশিং যেমন-কৃত্রিম পাথর
মার্বেল বা মোজাইক হয়ে থাকে।
কংক্রিট অংশ ঘনমিটারে এবং
ফ্লোর ফিনিশিং এর অংশ
বর্গমিটারে পৃথক দফায় হিসাব করা হয়।

নিম্নলিখিতভাবে কংক্রিট কাজের পরিমাণ হিসাব করা হয়ঃ
১.অফসেট যুক্ত প্লিন্থ দেওয়াল: প্লিন্থ
দেওয়ালের অফসেট এর মধ্যবর্তী
অংশের দৈর্ঘ্য ও প্রস্থের হিসাব
করে উচ্চতা দিয়ে গুণ করা হয়।
২.অফসেট বিহীন প্লিন্থ দেওয়াল:
প্লিন্থ দেওয়ালের মধ্যবর্তী অংশের
দৈর্ঘ্য ও প্রস্থের হিসাব করে উচ্চতা
দিয়ে গুণ করা হয়।

ড্রইং রুমের মেঝেতে কংক্রিট কাজের হিসাবঃ ড্রইং রুমের আকার =৫০০x৩৫০ সেমি.
কংক্রিটের পুরুত্ব =৭.৫ সেমি.
কংক্রিট কাজের পরিমাণ = দৈর্ঘ্য xপ্রস্থ x কংক্রিটের পুরুত্ব=৫x৩.৫০x০.০৭৫=১.৩১ ঘনমিটার

সিমেন্ট কংক্রিট এর কাজে বিভিন্ন নির্মাণ সামগ্রীর হিসাব:
মনে করি,
কাজের পরিমাণ = ১০০ ঘনমিটার
কংক্রিটের অনুপাত = ১:৩:৬
[১=সিমেন্ট,৩=বালি,৬=খোয়া]
অনুপাতের যোগফল =১+৩+৬=১০
এখন,১০০ ঘনমিটার কংক্রিটের জন্য
শুকনা মসলার আয়তন = ভিজা আয়তনের
আনুমানিক ১.৫ বা ১.৫৪ গুণ অনুমোদনীয়।
অতএব,
শুকনা আয়তন= ১০০ x ১.৫৪ = ১৫৪ ঘনমিটার
প্রয়োজনীয় সিমেন্ট=১৫৪/১০ X ১ = ১৫.৪ ঘনমিটার
=১৫.৪ x ৩০ = ৪৬২ ব্যাগ [ ১ ঘনমিটার সিমেন্ট = ৩০ ব্যাগ]
প্রয়োজনীয় বালি =১৫৪/১০ x ৩ = ৪৬.২ ঘনমিটার
প্রয়োজনীয় খোয়া =১৫৪/১০ x ৬ = ৯২.৪ ঘনমিটার
= ৯২.৪ x ৩২০ [প্রতি ঘনমিটার খোয়া =
৩২০ টি ইট]
=২৯৫৬৮ টি ইট

[বি:দ্র:-শুকনা মসলার আয়তন, ভিজা
আয়তনের আনুমানিক ১.৫ গুন ধরে
উপাদানসমুহের পরিমাণ নির্ণয় করলে
ভুল হবে না]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

123123