শুক্রবার, ৯ জানুয়ারী, ২০১৫

আর সি সি (RCC) ডিজাইন এর ৩টি পদ্ধতি (Method)

1. USD = আল্টিমেট স্ট্রেংথ ডিজাইন ( USD)
পদ্ধতিতে কাঠামোর উপাদান কে ফেইল বা ভাঙার অবস্থায় বিবেচনা করা হয়। এসিআই কোডে এই পদ্ধতিকে বেশি বেবহার করে বা জোর দেয়।

2. WSD = ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন (WSD)
এই পদ্ধতি ইলাস্টিক থিওরি এর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।
বর্তমানে এই পদ্ধতি বেবহার করা হয় না।

3. LSD =
লিমিট স্টেট ডিজাইন (LSD)
এটি  ইউএসডি এর থেকে উন্নত
একটি উপায়। এখানে মেম্বার এর অবস্থার সীমা নির্ধারন করে ডিজাইন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

123123