ইট বা ব্রিকস:
রং সুন্দর হবে এবং খুব
ভালভাবে সমভাবে পুড়তে
হবে
উপরিভাগে কোন ক্র্যাক
থাকতে পারবে না
একই ধরণের সাইজ ও আকার
হতে হবে
ধারগুলি সার্প
বা ধারালো বা সুন্দর
হতে হবে
দুইটা ইট পরষ্পরের
সাথে বাড়ি দিলে টংটং
শব্দ দিবে
ভাঙা ইটের পার্শ্বে কোন
ছিদ্র থাকবে না। উজ্জ্বল
হবে এবং রং বাইরের মতই
হবে
কোনকিছু দিয়ে আচড়
দিলে আচড় পড়বে না
প্রতি ঘণমিটারে ওজন ১৮৫৬
কেজির কম হবে না
পানি শোষণ ক্ষমতা ২০% এর
বেশি হবে না
এক মিটার
উচ্চতা থেকে শক্ত কোন
কিছুর উপর
ফেলে দিলে ভেঙে যাবে
না
পানিতে ২৪
ঘন্টা চুবিয়ে রেখে তারপর
উঠিয়ে কোন ছায়ার
মধ্যে শুকাতে দিলে এর
গায়ে লবনাক্ততা বা সাদা
ছাপ ভেসে উঠবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন